মেদিনীপুর, 27 মে: জঙ্গলমহল সফর শেষে কড়া নিরাপত্তায় পশ্চিম মেদিনীপুরে জেলা সফরে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে এই নব জোয়ারে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর গতকালের ঘটনার পর এবার আরও সতর্ক মেদিনীপুর পুলিশ প্রশাসন । নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অভিষেকের সভাস্থল ৷ এলাকার একাধিক মোড়ে পুলিশের জোর টহলদারি চলছে ৷
জানা গিয়েছে, গতকালের ঘটনায় চারজনকে এখনও পর্যন্ত আটক করেছে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, প্রাণ নাশের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ৷ শুক্রবার এই বিক্ষোভের সময় কুড়মিদের ছোড়া পাথরে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙে ৷ ঘটনায় মন্ত্রীর গাড়িতে ভাঙচুর চালানো অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে পিডিপিপি ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে । একইসঙ্গে খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় মামলা করা হয়েছে । এটি জামিন অযোগ্য । পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে মন্ত্রী বীরবাহার তরফ থেকেও ।
উল্লেখ্য, পরিকল্পনা অনুয়ায়ী তিন দিনের জেলা সফরে মেদিনীপুরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার খড়গপুর চৌরঙ্গীতে নব জোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছিল ৷ এরপরই মেদিনীপুর শহরের ধর্মা থেকে কেরানিচটি পর্যন্ত একটি রোড শো হওয়ার কথা ছিল । শুক্রবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে । ঘটনাস্থল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত বিষয়টি ফোনে জানান অভিষেক ৷ যদিও তারপর লোধাশূলি দিয়ে 3 কিলো মিটার হেঁটে গিয়েছিলেন অভিষেক ৷