পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুসলিম প্রতিবেশীরা

করোনা আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ৷ হিন্দু ধর্মাবলম্বী বৃদ্ধের মৃত্য়ুর পর মুখ ফেরালেন হিন্দু প্রতিবেশীরা ৷ করোনার ভয়ে সৎকারে এগিয়ে এলেন না তাঁদের কেউ ৷ খবর পেয়ে যাবতীয় বন্দোবস্ত করলেন এলাকার মুসলিম বাসিন্দারা ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার মামুদপুর গ্রামের ঘটনা ৷

wb_wmid_01_daspur_sompriti_vis_7204519
হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুসলিম প্রতিবেশীরা

By

Published : May 19, 2021, 4:31 PM IST

দাসপুর, 19 মে :বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছিল হিন্দু ধর্মাবলম্বী এক বৃদ্ধের ৷ অথচ করোনা আবহে সংক্রমণের ভয়ে তাঁকে দাহ করতে এগিয়ে এলেন না স্বজাতির কেউ ৷ এমন একটা সময়ে পাশে দাঁড়ালেন এলাকার ইসলাম ধর্মাবলম্বীরা ৷ যাবতীয় রীতি, নীতি মেনে তাঁরাই করলেন সৎকারের ব্যবস্থা ৷ মঙ্গলবার সম্প্রীতির এমনই নজির দেখা গেল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার মামুদপুর গ্রামে।

করোনা আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ৷

82 বছরের বলাই রানার মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে ৷ কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হয়, করোনায় আক্রান্ত হয়েই হয়তো প্রাণ গিয়েছে ওই বৃদ্ধের ৷ তাই সংক্রমণের ভয়ে হিন্দু বৃদ্ধের সৎকারে মুখ ফেরালেন হিন্দু প্রতিবেশীরাই ৷ অবশেষে এগিয়ে এলেন মুসলিম প্রতিবেশীরা ৷ হিন্দু ধর্মাবলম্বী বলাইবাবুর মরদেহ কাঁধে তুলে নিয়ে শ্মশানে গেলেন মুসলিম যুবকরা ৷ পশ্চিম মেদিনীপুরের মামুদপুর গ্রাম প্রমাণ দিল সাম্প্রদায়িক সম্প্রীতির ৷

আরও পড়ুন :করোনার ভয়ে সিঁটিয়ে পরিজনেরা, হরেন্দ্রনাথের দেহ সৎকার আশিক-গোলামদের

মৃতের ছেলে সুকুমার রানা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই তাঁর বাবার মৃতদেহ বাড়িতে পড়ে ছিল ৷ সুকুমারের পক্ষে একা সৎকারের ব্য়বস্থা করা সম্ভব ছিল না ৷ হিন্দু প্রতিবেশীদের কাছে সাহায্য চাওয়া হলেও করোনার ভয়ে সকলেই মুখ ফিরিয়ে নেন ৷ শেষমেশ ঘটনার খবর পান এলাকার মুসলিম বাসিন্দারা ৷ তাঁরাই বলাই রানার সৎকারের যাবতীয় বন্দোবস্ত করেন ৷ দীর্ঘ প্রতিক্ষার পর বিকেলে শুরু হয় দাহকার্য ৷ শেষ হয় রাতে ৷

ABOUT THE AUTHOR

...view details