দাসপুর, 19 মে :বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছিল হিন্দু ধর্মাবলম্বী এক বৃদ্ধের ৷ অথচ করোনা আবহে সংক্রমণের ভয়ে তাঁকে দাহ করতে এগিয়ে এলেন না স্বজাতির কেউ ৷ এমন একটা সময়ে পাশে দাঁড়ালেন এলাকার ইসলাম ধর্মাবলম্বীরা ৷ যাবতীয় রীতি, নীতি মেনে তাঁরাই করলেন সৎকারের ব্যবস্থা ৷ মঙ্গলবার সম্প্রীতির এমনই নজির দেখা গেল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার মামুদপুর গ্রামে।
82 বছরের বলাই রানার মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে ৷ কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হয়, করোনায় আক্রান্ত হয়েই হয়তো প্রাণ গিয়েছে ওই বৃদ্ধের ৷ তাই সংক্রমণের ভয়ে হিন্দু বৃদ্ধের সৎকারে মুখ ফেরালেন হিন্দু প্রতিবেশীরাই ৷ অবশেষে এগিয়ে এলেন মুসলিম প্রতিবেশীরা ৷ হিন্দু ধর্মাবলম্বী বলাইবাবুর মরদেহ কাঁধে তুলে নিয়ে শ্মশানে গেলেন মুসলিম যুবকরা ৷ পশ্চিম মেদিনীপুরের মামুদপুর গ্রাম প্রমাণ দিল সাম্প্রদায়িক সম্প্রীতির ৷