পশ্চিম মেদিনীপুর, 2 ফেব্রুয়ারি: ছত্রধর মাহাতকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছিল তৃণমূল ৷ বললেন BJP নেতা মুকুল রায় ৷ বলেন, ছত্রধরকে ব্যবহার করে জঙ্গলমহলে ফের নিজেদের অধিকার কায়েম করতে চাইছে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন BJP নেতা মুকুল রায় ৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ছত্রধরকে ব্যবহার করেই তৃণমূল কংগ্রেস একসময় জঙ্গলমহলের দখল নিয়েছিল ৷ তাঁকে রাজনৈতিক কারণেই ব্যবহার করা হয়েছিল ৷ এখন রাজনৈতিক কারণেই আবার তাঁকে ফেরানো হচ্ছে ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছত্রধরের সহকর্মীদের প্রশ্ন করা উচিত, কেন তিনি এতদিন কারাদণ্ড ভোগ করলেন ?"
2009-এর সেপ্টেম্বরে লালগড় থেকে জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতকে গ্রেপ্তার করে পুলিশ ৷ 2008-এ শালবনিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কনভয়ে মাওবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি ৷ 2015 সালে কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় ছত্রধর সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত ৷ পরে তা কমিয়ে 10 বছর কারাদণ্ডের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷
এদিকে গতকাল পার্ক সার্কাসে CAA, NRC বিরোধী আন্দোলনে যোগদানকারী এক মহিলার মৃত্যু হয় ৷ সেই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "যারা এটা করছে, তারা সংবিধানবিরোধী কাজ করছে ৷ আমরা কারওর নাগরিকত্ব কেড়ে নেব না ৷ বরং অনেককে নাগরিকত্ব দেব ৷ বাংলার মুখ্যমন্ত্রী সবাইকে ভুল বোঝাচ্ছেন৷"