ঘাটাল, 19 মে : করোনা আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানবিক সাংসদ দীপক অধিকারী ওরফে দেব । আক্রান্তের পরিবারে খাবার পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি কিচেন চালু হল ঘাটালের সাংসদের উদ্যোগে । হেল্পলাইনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আক্রান্তের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাবার ৷
এই পরিস্থিতিতে আক্রান্ত ও সাধারণ মানুষের সাহায্যে বহুবার অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে । ফের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবার নিজের কেন্দ্রে কমিউনিটি কিচেন চালু করলেন তিনি ৷ ইতিমধ্যেই দেব তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন ঘাটাল লোকসভার বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের জন্য দু'বেলা রান্না করা খাবার সরবরাহ করা হবে ৷ সেই কাজে নিযুক্ত প্রতিনিধিদের নম্বরও দিয়েছেন হেল্পলাইন হিসেবে । ইচ্ছুক ব্যক্তিদের যোগাযোগ করার আবেদনও করেন দেব ৷
সাংসদ দেবের দাসপুরের কমিউনিটি কিচেন সংক্রান্ত তথ্য জানা গিয়েছে, সাংসদের কথা মত ইতিমধ্যেই ঘাটাল ও দাসপুর এলাকায় তার প্রতিনিধিরা কমিউনিটি কিচেন খুলে এলাকায় করোনা আক্রান্তদের বাড়ি গিয়ে রান্না করা খাবার সরবরাহের কাজ শুরু করে দিয়েছেন । এর পাশাপাশি ঘাটাল মহকুমা হাসপাতালে সেফ হোমে ভর্তি করোনা রোগীদেরও দু'বেলা রান্না করা খাবার সরবরাহ করার কথা জানিয়েছেন দেবের প্রতিনিধিরা । নিজের লোকসভা কেন্দ্রের মানুষদের কথা মাথায় রেখে দেবের এমন উদ্যোগে আপ্লুত ঘাটালবাসী ।
ঘাটালের সাংসদ দেবের কমিউনিটি কিচেন সংক্রান্ত তথ্য আরও পড়ুন :নিজাম প্যালেসে আক্রমণের ঘটনার ভিডিয়ো স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাল সিবিআই
সাংসদের কমিউনিটি কিচেনের উদ্যোক্তারা বলেন, দেব শুধু সাংসদ নন, তিনি এলাকার ভূমিপুত্র । তিনি গত লকডাউনেও বিভিন্ন মানুষকে এই করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । এবারেও তিনি এই কিচেনের মাধ্যমে যেমন একদিকে দুঃস্থ অভাবী খেতে না পাওয়া মানুষদের খাবারের ব্যবস্থা করেছেন ৷ তেমনি করোনা আক্রান্ত ও তার পরিবারকে খাবার পৌঁছে দেওয়ার জন্য প্যাকেটের খাবারের ব্যবস্থা করেছেন । আমাদের এই ব্যবস্থা চলবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ।
তৃণমূল সাংসদ দেবের উদ্যোগে ঘাটাল ও দাসপুরে চালু হল কমিউনিটি কিচেন ঘাটালের করোনা আক্রান্তদের ক্ষেত্রে দেবের এই মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন অনেকেই । এক্ষেত্রে বহু গরীব ও দুঃস্থ মানুষের খাবারের সংস্থান হবে বলে মত জেলার মানুষের ।