বেলদা, 24 মার্চ: মায়ের বকুনি খেয়ে অভিমানে মৃত্য়ুর পথ বেছে নিল সোহানি জানা নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (HS Student death by Suicide)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়। এই ঘটনায় পুলিশ কারণ খতিয়ে দেখছে।
HS Student Suicide: মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী - Mothers reprimand arrogant suicide HS Student
বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলায় মায়ের বকুনি ৷ অভিমানে আত্মঘাতী হল সোহানি জানা নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (HS Student death by Suicide)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়।
জানা গিয়েছে, বুধবার সন্ধে নাগাদ বন্ধুদের সঙ্গে কথা বলছিল সোহানী ৷ তখনই ফোনে কথা বলা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার ৷ এরপর রাগের মাথায় মা চড় মারেন তাকে ৷ এই ঘটনার পর অভিমানে সন্ধে আটটা নাগাদ নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয় ওই ছাত্রী ৷ এরপর রাত 9টা নাগাদ তাকে অনেক ডাকাডাকি করেন বাড়ির লোকজন ৷ দরজা খুলছে না দেখে জানালা দিয়ে পরিবারের লোক দেখেন, ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে সোহানীর দেহ ৷ খবর পেয়ে বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।
পরিবারের লোকজন জানান, এমন কিছু ঘটেনি, যার জন্য এত বড় মর্মান্তিক ঘটনা ঘটিয়ে ফেলতে পারে সোহানী । সামান্য ব্যাপার, বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলায় মা বিরক্ত হয়ে বকাঝকা করে তাঁকে ৷ আর রাগের মাথায় এক থাপ্পড় বসিয়ে দেন ৷ কিন্তু তাতে যে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তা তাঁরা ভাবতে পারেননি।