পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাক্তারখানায় যেতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষে গেল মা ও শিশু - পশ্চিম মেদিনীপুর

ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল আট মাসের শিশুর ৷ প্রাণ গিয়েছে তার মায়েরও (Mother Son Died) ৷ দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে পশ্চিম মেদিনীপুরে ৷

mother-and-8-months-old-son-died-in-a-road-accident-in-west-midnapore
ডাক্তারখানায় যেতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষে গেল মা ও 8 মাসের শিশু

By

Published : Jul 18, 2021, 4:09 PM IST

দাঁতন, 18 জুলাই :অসুস্থ আট মাসের শিশুকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা (Road Accident) ৷ মৃত্যু হল মা ও শিশুর (Mother Son Died)। শিশুটির ঘটনাস্থলে মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় তার মাকে প্রথমে দাঁতন ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ এই ঘটনায় ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করে তার চালককে আটক করেছে পুলিশ ৷

ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হল 8 মাসের শিশুর ৷ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তার মায়েরও ৷ রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর দাঁতন এক নম্বর ব্লকের গোপীনাথপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হয় আট মাসের শিশুটির। জানা গিয়েছে, এই দিন সকালে গোপীনাথপুরের হীরা গরাই তাঁর অসুস্থ ছেলে গুড্ডুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন চিকিৎসা করানোর জন্য । রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অতর্কিতে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে ।

ঘটনাস্থলেই মৃত্যু হয় একরত্তি শিশুটির । গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন হীরা গরাই । পুলিশ তাঁকে স্থানীয় বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি ৷

এই ঘটনার সময় স্থানীয় মানুষজন ঘাতক গাড়ির চালককে ধরে ফেলেন ৷ তাঁকে গণপিটুনি দেন উত্তেজিত জনতা ৷ পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় । পরে দাঁতন থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় । ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details