পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Night Curfew: নাইট কার্ফু না-মেনে রাস্তায়, মেদিনীপুরে আটক শতাধিক - আটক শতাধিক

নাইট কার্ফু (Night Curfew) না-মেনে কোনও কারণ ছাড়াই রাস্তায় বেরনোর জন্য আটক ও গ্রেফতার হলেন শতাধিক মানুষ ৷ মঙ্গলবার রাতে ব্যাপক ধরপাকড় চলল মেদিনীপুরে ৷

more-than-100-people-detained-at-west-midnapore-as-they-violated-night-curfew
নাইট কার্ফু না-মেনে রাস্তায়, মেদিনীপুরে আটক শতাধিক

By

Published : Jul 28, 2021, 2:15 PM IST

মেদিনীপুর, 28 জুলাই :রাত তখন 9.30টা ৷ রাস্তার ধারে দাঁড়িয়ে হাল্কা মেজাজে গল্প করছেন চার যুবক ৷ হঠাৎই তাঁদের সামনে এসে দাঁড়ায় পুলিশের একটি গাড়ি ৷ পুলিশ তাঁদের কাছে জানতে চায়, "নাইট কার্ফুর (Night Curfew) মধ্যে এখানে কী করছো ?" সম্বিত ফেরে ছেলেগুলির ৷ কোভিড বিধিনিষেধের কথা তো তাঁরা বেমালুম ভুলেই গিয়েছিলেন ৷ কিছুটা ইতস্তত হয়ে তাঁরা গল্প বানাতে শুরু করেন ৷ বলেন, ওষুধ কিনতে বেরিয়েছেন ৷ কিন্তু তাঁদের খাবি খেতে দেখে পুলিশের বুঝতে অসুবিধে হয়নি ৷ চারজনকেই গ্রেফতার করা হয় ৷ কারফিউ শেষ হওয়ার দিন দুই আগে এ ভাবেই ব্যাপক ধরপাকড় চলে মেদিনীপুর শহরে ৷ আটক ও গ্রেফতার করা হল শতাধিক বাসিন্দাকে ।

খড়গপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, বেলদা, কেশিয়াড়ি, দাঁতন-সহ বিভিন্ন এলাকায় চলে পুলিশি অভিযান ৷ দেশের পাশাপাশি রাজ্যেও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিধি নিষেধ জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ লকডাউন ঘোষণা করা হয়েছিল ৷ এরপর সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকায় ধাপে ধাপে শিথিল করা হয় বিধিনিষেধ ৷ খুলেছে মেট্রো, বাস, দোকানপাট ৷ তবে বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হয়নি ৷ এখনও জারি রয়েছে নাইট কার্ফু ৷ রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ আপাতত 31 জুলাই পর্যন্ত এই নির্দেশিকাই মেনে চলা হচ্ছে ৷ সাংঘাতিক প্রয়োজন ছাড়া নাইট কার্ফুতে রাস্তায় বেরনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তবে ছাড়া দেওয়া হয়েছে জরুরি পরিষেবায় কর্মরত মানুষদের ৷

আরও পড়ুন:West Bengal Corona Update : সামান্য বাড়ল সংক্রমণ, মৃত্যু কমে 10

বিধিনিষেধের মেয়াদ আরও বাড়বে কি না, তা এখনও ঘোষণা করা হয়নি ৷ তবে নির্দেশিকার সময়সীমার শেষ লগ্নে এসে পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জেলায় ৷ মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে রাত 9টার পর রাস্তায় বেরোলেই পুলিশকে জবাবদিহি করতে হচ্ছে মানুষকে ৷ বাড়ির বাইরে বেরনোর ঠিকঠাক যুক্তি দেখা না-পারলেই, শ্রীঘরের পথ ধরতে হচ্ছে ৷ মঙ্গলবার রাতেও ধরা পড়েছে সেই একই ছবি ৷ অনেককেই বলতে শোনা গিয়েছে যে, তাঁরা ওষুধ কিনতে বেরিয়েছেন ৷ তবে এত রাতে এত মানুষের হঠাৎ কী এমন ওষুধের প্রয়োজন হল, তার সদুত্তর দিতে পারেননি অনেকেই ৷ পুলিশের দাবি, করোনাবিহীন সময়ে যেমন কলেজ-অফিস থেকে ফিরে ছেলেরা রাস্তার ধারে আড্ডা মারতেন, এখনও সেই মেজাজেই দেখা যাচ্ছে মানুষজনকে ৷ যেটা খুবই উদ্বেগের ৷

আরও পড়ুন:দেশে ফের 40 হাজার ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

মানুষ যাতে নাইট কার্ফু মেনে চলে, সে জন্য মাইকিং করে সচেতনতা বাড়াতে সচেষ্ট হয়েছে ঘাটাল পুলিশ ৷ নাইট কার্ফু না-মানলে বিপর্যয় মোকাবিলা আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে ৷ সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই চলছে পুলিশি অভিযান ৷ অভিযানে থাকা এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা প্রতিদিনের মতো আজকেও নাইট কার্ফু অভিযান চালাচ্ছি । যাঁরা কোনও কারণ ছাড়াই রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আড্ডা মারছেন, অবৈধভাবে জমায়েত করছেন এবং তাঁদের আমরা আটক ও গ্রেফতার করছি । করোনা বিধি নিয়ম অনুযায়ী তাঁদের সাজা হবে । এ ছাড়াও তাঁদের গাড়ি আটক করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে থানায় । এই অভিযান আগামী দিনেও চলবে ।"

নাইট কার্ফু পালনে কড়া মনোভাব নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে বৈঠক করে বারবার নাইট কার্ফুর উপর জোর দিয়েছেন মুখ্যসচিবও । সেই নির্দেশ অনুসারেই তা পালনে তৎপর পশ্চিম মেদিনীপুর পুলিশ ও প্রশাসন ।

ABOUT THE AUTHOR

...view details