পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat Elections 2023: দেওয়াল লিখনের বদলে ব্যানার, ফ্লেক্স, ফেসটুন ও লিফলেটে প্রচার পঞ্চায়েতে

নির্বাচনী প্রচার গুরুত্ব হারাচ্ছে দেওয়াল লিখন ! না, গুরুত্ব হারাচ্ছে না ৷ সময়ের অভাব ও ব্যয় বহুল হওয়ায় পঞ্চায়ে নির্বাচনে দেওয়াল লিখনকে এড়িয়ে চলছে রাজনৈতিক দলগুলি ৷ মেদিনীপুর সদর সংলগ্ন কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতে শাসক ও বিরোধী সকলেই ব্যানার, ফ্লেক্স, ফেসটুন ও লিফলেটের মাধ্যমেই প্রচার চালাচ্ছেন ৷

By

Published : Jun 28, 2023, 7:50 PM IST

Published : Jun 28, 2023, 7:50 PM IST

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

ব্যানার, ফ্লেক্স, ফেসটুন ও লিফলেটে প্রচার পঞ্চায়েতে

মেদিনীপুর, 28 জুন: পঞ্চায়েত নির্বাচনের আর 9 দিন বাকি ৷ কিন্তু, মেদিনীপুর সদরের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতে কোথাও শাসক বা বিরোধী কারও কোনও দেওয়াল লিখন নজরে পড়ছে না ৷ বরং দেখা যাচ্ছে, গুচ্ছ গুচ্ছ ব্যানার, ফ্লেক্স ও লিফলেট ৷ কিন্তু, কেন ? যে দেওয়াল লিখনে এতদিন ভোটারদের নজর কেড়ে এসেছে সব রাজনৈতিক দলগুলি ৷ সেই দেওয়াল লিখন হঠাৎ করে উধাও কেন হয়ে গেল ? এ নিয়ে কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের শাসক-বিরোধী উভয়পক্ষের দাবি, দেওয়া লিখনের সামগ্রীর ব্যাপক দাম ও সময়ের অভাব ৷ আর তার থেকেও বড় সমস্যা শিল্পীর অভাব ৷ তাই দেওয়াল লিখন থেকে সরে এসে ব্যানার, ফ্লেক্স ও লিফলেটে শুরু হয়েছে প্রচার ৷

নির্বাচন যে স্তরেই হোক, তা সে লোকসভা, বিধানসভা, পৌরসভা ও পঞ্চায়েত ৷ বাংলায় নির্বাচন মানেই রাস্তার পাশে দেওয়াল জুড়ে নানান রঙে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর নাম, সঙ্গে প্রতিপক্ষকে নিশানা করে ছড়া ও দলীয় প্রতীকের ছড়াছড়ি ৷ বিশেষ শিল্পীদের দিয়ে সেই সব দেওয়াল লিখন করানো হয় ৷ কিন্তু, এই পঞ্চায়েত নির্বাচনে দেওয়াল লিখন থেকে দূরে রয়েছে কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম-এর মতো রাজনৈতিক দলগুলি ৷

প্রশ্ন হল, কেন ? যার জবাব, দেওয়াল লিখনের খরচ ও তার জন্য সময় ৷ আর তার থেকেও বড় সমস্যা ভালো শিল্পী না-পাওয়া ৷ সব মিলিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার থেকে তাই সরে এসেছেন শাসক ও বিরোধী গোষ্ঠী ৷ তার বদলে ব্যানার, ফ্লেক্স ও লিফলেটের মাধ্যমে প্রচার শুরু করেছে তারা ৷ যেখানে দেওয়াল লিখনের জন্য প্রচুর টাকা খরচ করে চুন, রং ও নানান মাপের তুলি কিনতে হত ৷ তার অর্ধেকের কম দামে একাধিক পোস্টার, ব্যানার, ফ্লেক্স ও লিফলেট ছাপিয়ে নেওয়া যাচ্ছে ৷ আর সেগুলি বিভিন্ন এলাকায় লাগিয়ে দিলেই কাজ হয়ে যাচ্ছে ৷ এর জন্য দেওয়াল দখল বা দীর্ঘক্ষণ সময় ব্যয় করতে হচ্ছে না ৷

আরও পড়ুন:নেই পঞ্চায়েত নিয়ে কোনও কথা, লোকসভা ভোটের দেওয়াল প্রচার যুদ্ধে রাম-বাম

এমনকি মোবাইল ফোনেও অনেক সময় ভোটারদের মেসেজ দেওয়া হচ্ছে প্রচার কর্মসূচি হিসেবে ৷ সেই সঙ্গে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার তো করছেনই ৷ এ নিয়ে কঙ্কাবতী 4 নম্বর অঞ্চলের তৃণমূল সম্পাদক উজ্জ্বল মাইতি বলেন, ‘‘একসময় এই গ্রামগঞ্জে দেওয়ার লেখা হত ৷ আঁকা হত বিভিন্ন কার্টুন ও ছবি ৷ সঙ্গে নানান মজাদার ছড়া ৷ তবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা ডিজিটাল প্রচারের উপর গুরুত্ব দিয়েছি ৷ তাছাড়া এখন শিল্পীর খুব অভাব রয়েছে ৷ রং ও চুনের দাম বেড়েছে ৷ সময়ের অভাবকেও আমরা গুরুত্ব দিয়েছি ৷ তাই ফ্লেক্স ব্যানার এবং ফেস্টুনে জোর দেওয়া আমাদের ৷’’

আরও পড়ুন:'আগে এসটি পরে ভোট', মালদায় দেওয়াল লিখন কুড়মিদের

এ বিষয়ে বিজেপি নেতা তথা প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্য নিরঞ্জন হালদার বলেন, ‘‘এখনও দেওয়াল লেখা মাথাব্যাথার ব্যাপার ৷ একে বৃষ্টি, তার সঙ্গে শিল্পীর অভাব ৷ তাই ফ্লেক্স ও ব্যানারের সঙ্গে বাড়ি বাড়ি প্রচারের উপর গুরুত্ব বেশি দিয়েছি ৷ আর তাতেই মানুষ বেশি আকর্ষিত হয় এবং ভোট দেওয়ার ব্যাপারে এগিয়ে আসে ৷’’

তৃণমূল বিজেপির মতো একইসুর সিপিআইএম-এর ৷ যদিও, তারা কিছুকিছু ক্ষেত্রে দেওয়াল লিখেছে ৷ তবুও, অধিকাংশ জায়গায় সিপিআইএম ফ্লেক্স ব্যানার ফেস্টুনের সাহায্য নিয়েছে ৷ তার, কারণ হিসেবে এলাকার সিপিআইএম নেতা তপন সাউয়ের বক্তব্য, ‘‘সময় কম এবং আবহাওয়া অত্যন্ত খারাপ ৷ এই জন্যই আমরা দেওয়ালের পাশাপাশি ফ্লেক্স ও ব্যানার নিয়ে বাড়ি বাড়ি হাজির হচ্ছি ভোট প্রচারে ৷’’

ABOUT THE AUTHOR

...view details