পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Birthday Celebration at Police Car: নীলবাতি লাগানো পুলিশের গাড়িতে জন্মদিনের উৎসব কিশোর-কিশোরীদের - পুলিশের গাড়িতে জন্মদিনের উৎসব

নীলবাতি লাগানো পুলিশের গাড়ি নিয়ে জন্মদিনের উৎসব করল একদল কিশোর-কিশোরী (Birthday Celebration at Police Car) ৷ মেদিনীপুর শহরের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেয়নি জেলা পুলিশ প্রশাসন (Minors Celebrate Birthday Party at Police Car) ৷

Minors Celebrate Birthday Party at Police
নীলবাতি লাগানো পুলিশের গাড়িতে জন্মদিনের উৎসব কিশোর-কিশোরীদের

By

Published : Nov 27, 2021, 4:02 PM IST

পশ্চিম মেদিনীপুর, 27 নভেম্বর : নীলবাতি লাগানো পুলিশের গাড়ি নিয়ে জন্মদিন পালন একদল কিশোর-কিশোরীর (Birthday Celebration at Police Car) ৷ এমনই অভিযোগ উঠেছে মেদিনীপুর শহরের ঘটনা নিয়ে ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের বোর্ড লাগানো নীলবাতির একটি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ৷ আর তার সামনে 5-6 জন কিশোর-কিশোরী একে অপরকে কেক খাওয়াচ্ছে এবং তাদের মধ্যে দু’জনকে নাচ করতেও দেখা গিয়েছে ৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর মুখে কুলুপ এঁটেছে পশ্চিম মেদিনীপুর পুলিশ প্রশাসন ৷

প্রসঙ্গত, যেখানে রাজ্যের দিকে দিকে নীল বাতি লাগানো গাড়ির ধড়পাকড় চলছে ৷ সেখানে পুলিশের বোর্ড দেওয়া এবং নীলবাতি লাগানো সরকারি গাড়ি নিয়ে রাস্তার মধ্যে জন্মদিন পালনে প্রশ্ন উঠছে ৷ ভিডিয়োটিতে সেই সময় কোনও পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিককে দেখা যায়নি (Minors Celebrate Birthday Party at Police Car) ৷ এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ আর জেলার আরেক পুলিশ কর্তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে, কোন জেলা বা রাজ্যের গাড়ি তা চিহ্নিত নয় বলে বিষয়টিকে এড়িয়ে যান ৷

আরও পড়ুন : শহরে নীলবাতি লাগানো গাড়ি-সহ গ্রেফতার ভুয়ো সিবিআই আধিকারিক

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় একের পর এক ভুয়ো নীলবাতি এবং পুলিশের স্টিকার লাগানো প্রাইভেট গাড়িকে ধরেছিল পুলিশ ৷ এর পরেই নবান্নের নির্দেশে রাজ্যজুড়ে এমন ভুয়ো পুলিশ ও সরকারি আধিকারিকদের ধরপাকড় শুরু হয় ৷ যেখানে দেখা যায়, অনেক সরকারি কর্মচারী এক্তিয়ারের বাইরে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরছেন ৷ তাঁদের গাড়ি থেকে সেই নীলবাতিগুলি খুলে নেয় পুলিশ ৷ এমনকি কলকাতা হাইকোর্টের তরফেও লালবাতি এবং নীলবাতির ব্যবহারের ক্ষেত্রে মান নির্ধারণ করে দেওয়া হয়েছে ৷ তার পরেও কীভাবে একদল কিশোর-কিশোরী পুলিশের গাড়ি নিয়ে জন্মদিনের উৎসব পালন করল ? সেই প্রশ্নের কোনও জবাব পুলিশ প্রশাসনের কাছে নেই ৷ এমনকি সেই গাড়িটি কোন পুলিশ আধিকারিক ব্যবহার করছিলেন, তাও চেপে গিয়েছে প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details