পশ্চিম মেদিনীপুর, 27 নভেম্বর : নীলবাতি লাগানো পুলিশের গাড়ি নিয়ে জন্মদিন পালন একদল কিশোর-কিশোরীর (Birthday Celebration at Police Car) ৷ এমনই অভিযোগ উঠেছে মেদিনীপুর শহরের ঘটনা নিয়ে ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের বোর্ড লাগানো নীলবাতির একটি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ৷ আর তার সামনে 5-6 জন কিশোর-কিশোরী একে অপরকে কেক খাওয়াচ্ছে এবং তাদের মধ্যে দু’জনকে নাচ করতেও দেখা গিয়েছে ৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর মুখে কুলুপ এঁটেছে পশ্চিম মেদিনীপুর পুলিশ প্রশাসন ৷
প্রসঙ্গত, যেখানে রাজ্যের দিকে দিকে নীল বাতি লাগানো গাড়ির ধড়পাকড় চলছে ৷ সেখানে পুলিশের বোর্ড দেওয়া এবং নীলবাতি লাগানো সরকারি গাড়ি নিয়ে রাস্তার মধ্যে জন্মদিন পালনে প্রশ্ন উঠছে ৷ ভিডিয়োটিতে সেই সময় কোনও পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিককে দেখা যায়নি (Minors Celebrate Birthday Party at Police Car) ৷ এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ আর জেলার আরেক পুলিশ কর্তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে, কোন জেলা বা রাজ্যের গাড়ি তা চিহ্নিত নয় বলে বিষয়টিকে এড়িয়ে যান ৷