পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Debra Rape: ডেবরায় বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণ, ধৃত অভিযুক্ত - Debra minor girl Rape

বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে ধর্ষণের অভযোগ উঠল শেখ আনোয়ার আলি নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে (Debra minor girl Rape) ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Debra Rape
ডেবরায় বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণ

By

Published : Apr 25, 2022, 2:20 PM IST

ডেবরা, 25 এপ্রিল: ফের ধর্ষণ জঙ্গলমহলে ৷ বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল 40 বছরের এক ব্য়ক্তির বিরুদ্ধে (Debra minor girl Rape) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায় ৷ অভিযুক্তের নাম শেখ আনোয়ার আলি ৷ ডেবরা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ির সামনের একটি দোকানে বাড়ির জিনিস কিনতে ওই নাবালিকাকে 5 টাকা দিয়ে পাঠিয়েছিলেন তার মা ৷ কিন্তু দোকানের সামনে নাবালিকা যেতেই সেই সুযোগে আনোয়ার নামে ওই ব্যক্তি তাকে একা পেয়ে নিজের বাড়িতে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ।

আরও পড়ুন :Hanskhali Gang Rape: হাঁসখালি নাবালিকা ধর্ষণকাণ্ডে সিবিআইয়ের জালে আরও 3

এদিকে মেয়ে অনেকক্ষণ না ফেরায় তার মা খুঁজতে বের হন ৷ দেখতে পান আনোয়ার মেয়েকে তার বাড়ির সামনের দরজা দিয়ে বের করে দিচ্ছে । মেয়েটির মাকে দেখে সঙ্গে সঙ্গে আনোয়ার পিছনের দরজা দিয়ে মাঠ ধরে পালিয়ে যায় ৷ এরপরই মেয়ের কাছ থেকে আকার ইঙ্গিতে জানতে পারেন কি ঘটনা ঘটেছে ৷ ঘটনা জানার পর ওই নাবালিকার মা থানায় শনিবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেবরা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে শেখ আনোয়ার আলিকে গ্রেফতার করে । ধৃতকে আদালতে তোলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details