পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেবরায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 5

ডেবরার কালুয়া বৃন্দাবনের ঘটনা । নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে ।

rape
ছবি

By

Published : Jan 2, 2020, 3:30 AM IST

ডেবরা, 2 জানুয়ারি : মামাবাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে । পরে বেহুঁশ অবস্থায় তাকে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যাওয়া হয় । ঘটনায়, পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘটনা ।

রবিবার দুপুর দেড়টা নাগাদ পিংলার সাহড়দায় মামাবাড়ি থেকে ফিরছিল নাবালিকা । পথে সঞ্জু নাগ ও শুভদীপ নুবিয়ান নামে দুই যুবক তাকে কুপ্রস্তাব দেয় ও তাদের সঙ্গে যেতে বলে । কিন্তু তাতে রাজি না হওয়ায় জোর করে পাশের একটি জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে । সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সায়ন খাঁড়া,বিশ্বজিৎ খাঁড়া ও তাদের এক বন্ধু । মদের আসরও বসেছিল । অভিযোগ, এরপর সঞ্জু ও তার সঙ্গীরা নাবালিকাকে ধর্ষণ করে । জ্ঞান হারায় নির্যাতিতা । পরে বেহুঁশ অবস্থাতেই নাবালিকাকে তার বাড়ির সামনে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা । তড়িঘড়ি নাবালিকাকে ডেবরা হাসপাতালে ভরতি করে পরিবারের লোকজন । পরে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয় ।

নাবালিকার বাবা জানান, সাইকেলে চেপে মামাবাড়ি থেকে ফিরছিল মেয়ে । কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি । মামাবাড়িতে ফোন করা হলে তারা জানায়, মেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে । এরপর খোঁজাখুঁজি শুরু হয় । থানায় অভিযোগ জানাতে যাবেন এমন সময় বাইকে করে ঘরের সামনে মেয়েকে ফেলে দিয়ে যায় একজন । পরে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা । তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details