গোয়ালতোড়, 1 সেপ্টেম্বর: নয় নয় করে 23 দিন পার, এখনও নিখোঁজ নাবালিকা মেয়ে ৷ আর নবম শ্রেণির পড়ুয়া সেই নাবালিকাকে ফিরে পেতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন মেয়েটির বাবা-মা । এরকমই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের সাহেবডাঙা এলাকায় । জানা গিয়েছে, 23 দিন আগে গত 10 অগস্ট স্কুলে ফর্ম জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী ৷ এরপর নিখোঁজ হয়ে যায় সে । বহু জায়গায় খোঁজাখুঁজি করার পরেও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে ওই স্কুল ছাত্রীর বাবা-মা দ্বারস্থ হন গোয়ালতোড় থানায় ।
কিন্তু অভিযোগ দায়েরের দু-চারদিন পরেও পুলিশ কোনও খোঁজ দিতে না পারায় নাবালিকার মা-বাবার তরফ আবেদন করা হয় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে । কিন্তু এরপরেও মেয়ের সন্ধান পাননি ওই দম্পতি ৷ বারবার থানায় গিয়ে হাজিরা দেন তাঁরা এবং মেয়েকে খুঁজে দেওয়ার কাতর আবেদন জানান ৷ কিন্তু 23 দিন পেরিয়ে গেলেও মেয়ের খোঁজ না পেয়ে সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা ৷ একটাই আবেদন তাঁদের, মেয়েকে ফিরিয়ে দিক প্রশাসন ।
এই বিষয়ে নিখোঁজ নাবালিকার মা তাপসী মণ্ডল বলেন, "মেয়ে আমার 15 বছরের, নবম শ্রেণিতে পড়ে । স্কুলে ফর্ম ফিলাপের জন্য বেরিয়েছিল তারপর আর বাড়ি ফিরেনি । এরপর মেয়ের আর খোঁজ খবর না পেয়ে আমরা থানায় অভিযোগ করেছি । সব জায়গায় খোঁজাখুঁজি চেষ্টা করেছি তারপরও মেয়েকে পাওয়া যায়নি । থানায় গেলে উলটে পুলিশ অফিসাররা বকাঝকা করে তাড়িয়ে দেন ।" যদিও নিখোঁজ ওই মেয়েটির মেয়ের মায়ের বক্তব্য, এর আগেও তাঁর নাবালিকা মেয়ে গ্রামেরই এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল । কিন্তু তারপরই তাকে উদ্ধার করে পুলিশ । কিন্তু এবারে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ গত 23 দিনে মেয়ের কোনও ফোনও আসেনি মা-বাবার কাছে ৷ মেয়েকে অপহরণ করা হয়েছে বলে তাঁর আশঙ্কা ৷