পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minakshi Slams Abhishek: অভিষেকের নির্দেশে প্রধান-উপপ্রধানের পদত্যাগ করা প্রসঙ্গে কটাক্ষ মীনাক্ষীর - Abhishek Banerjee

'চোর ধরো জেল ভরো' এবং 'চোর তাড়াও, বাংলা বাঁচাও' নিয়ে এবার প্রচারে নেমেছে সিপিএম (CPM)। বামেদের হয়ে সভা করতে ক্ষীরপাইয়ে এসেছেন ডিওয়াইএফআই-এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)।

Minakshi Slams Abhishek
অভিষেকের নির্দেশে প্রধান ও উপপ্রধানের পদত্যাগ করা প্রসঙ্গে কটাক্ষ মীনাক্ষীর

By

Published : Dec 4, 2022, 10:47 PM IST

ক্ষীরপাই, 4 ডিসেম্বর:অভিষেক বন্দোপাধ্যায়ের গতকাল পূর্ব মেদিনীপুরে কাঁথির সভা মঞ্চ থেকে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে 24 ঘণ্টার মধ্যে ইস্তফা দেওয়ার ঘোষণা প্রসঙ্গে কটাক্ষ করলেন ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ৷

রবিবার ক্ষীরপাইয়ের হালদারদিঘি মোড়ে সিপিএমের 'চোর ধরো জেল ভরো' ও 'চোর তাড়াও বাংলা বাঁচাও' এই ব্যানারের জনসভায় উপস্থিত হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ সেখানে উপস্থিত হয়ে তিনি শাসকদলের ওপর কড়া ভাষায় আক্রমণ শানান ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সভানেত্রী ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "প্রশাসনিক পদে না-থেকেও একজন সাংসদ একটি পার্টির নেতা হয়ে কী করে প্রধান ও উপপ্রধানের মতো জনপ্রতিনিধিকে পদত্যাগ করতে বলেন, তাহলে কী এরমধ্যেও কোনও দুর্নীতি রয়েছে ?"এছাড়াও পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ও সরকার সম্পূর্ণ ব্যর্থ, তাই পশ্চিমবঙ্গ আজ বারুদের স্তুপে বসবাস করছে। পুলিশ, মন্ত্রী ও সরকার যদি ঠিকঠাক কাজ করতো তাহলে আজ পুরো রাজ্যজুড়ে বোমা বিস্ফোরণ হত না, মানুষও মরত না।"

আরও পড়ুন:সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনে 48 ঘণ্টার মধ্যে মারিশদার তিন নেতাকে ইস্তফা দিতে নির্দেশ অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details