ক্ষীরপাই, 5 ডিসেম্বর:পঞ্চায়েত ভোটের আগে এলাকার কর্মীদের সংগঠিত করতে ইতিমধ্যেই প্রচারে নেমেছে বামেরা । রবিবার চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকায় সভা করলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee in a Public Meeting at Khirpai)। এদিনের জনসভা থেকে তিনি চাঁচাছোলা ভাষায় তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন । তাঁর বক্তব্যে উঠে আসে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র কটাক্ষ ।
তিনি বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন,"যে নেতা বিশ বছর ধরে দিদির আঁচল ধরে পায়ে পায়ে ঘুরলো, যাকে মেদিনীপুরের বেতাজ বাদশা বলা হত, যে ঘর জ্বালানোর পাশাপাশি এলাকা ছাড়া করা, ক্ষতিপূরণ নেওয়া, খুন করা, মেয়েদের সম্মান কেড়ে নেওয়া, এমনকি চাকরি দেওয়ার নাম করে টাকা লুটে নেওয়ার মত কাজ করেছে আর সে এখন মমতাকে গালি দিচ্ছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর বলছেন, 3 মিনিটের জন্য প্রণাম করতে গিয়েছিলাম ৷ প্রণাম করতে গিয়ে তিনি এটাই বলেছেন, আপনি থেকে যান ৷ আমি ওদিকে ইঁট পেতে আছি, আপনি এদিকে ইঁট পেতে থাকুন এইভাবে গোটা পশ্চিমবাংলার মানুষের টুঁটি টিপে ধরার জন্য ।"