ঘাটাল, 22 নভেম্বর:বাতাসে হিমেল হাওয়ার পরশ সবেমাত্র অনুভূত হয়েছে ৷ বলা যায় শীতের ছোঁয়া লেগেছে মাত্র ৷ তার মধ্য়েই ভিড় জমাতে শুরু করছে পরিযায়ী পাখিরা ৷ ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরিসিংহপুর জলশয়ে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখিরা ৷ ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে ভিন দেশি সারল হাঁস,জল পিপি,ব্রোঞ্জ উইঙ্গেড় সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি । সেই পাখি দেখতে জলাশয়ে ভিড় করেছেন পাখি প্রেমীরা। তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়ছেন স্থানীয় বাসিন্দারা ।
এলাকাবাসীর দাবি, ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের এই জলাশয়কে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দরা ৷ শীতের এই কয়েকমাস ভিনদেশি পাখির আনাগোনা শুরু হয় ৷ এলাকা মুখরিত হয় পাখির কলতানে ৷ এই সময় বিদেশী পাখি দেখতে দূর-দূর থেকে লোকজন ভিড় জমান ৷ তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনও এই জলাশয়টি সংস্কারের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ এমনকী এই সমস্ত পরিযায়ী পাখিদের যাতে বিরক্ত করা না হয় তার জন্য গ্রামবাসীরা জেগে পাহারা দেন ৷