পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Draupadi Murmu Controversy: হুল দিবসে জঙ্গলমহলে দ্রৌপদী মুর্মুর ভূয়সী প্রশংসায় তৃণমূল নেতা ! - পশ্চিম মেদিনীপুর

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে থেকে জানলে তিনি আদিবাসী রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করার কথা ভাবতেন ৷ হুল দিবসে এনডিএ-র এই পদপ্রার্থীকে নিয়ে একপ্রকার বিজেপিকেই সমর্থন করলেন মেদিনীপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন খান (TMC Draupadi Murmu Controversy) ৷

TMC Chairman supports Draupadi Murmu
হুল দিবসে জঙ্গলমহলে দ্রৌপদী মুর্মুর ভূয়সী প্রশংসায় তৃণমূল নেতা

By

Published : Jul 3, 2022, 7:55 AM IST

Updated : Jul 3, 2022, 9:47 AM IST

মেদিনীপুর, 3 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস-সহ বিজেপি-বিরোধী দলগুলি যশবন্ত সিনহাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ এর মধ্যে 1 জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগে থেকে যদি বিজেপি জানাত যে, তারা আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম, সমর্থন করা যায় কি না ৷" তিনি এও জানান, ঘাসফুল মহিলাদের সমর্থন করে ৷ রাজনীতিতে পুরুষ এবং মহিলার কোনও ফারাক নেই ৷ এ নিয়ে রাজনৈতিক জলঘোলা চলছে ৷ এদিকে মেদিনীপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন খান নিজে সমর্থন জানিয়েছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে । তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে (Midnapore Municipality TMC Chairman praises Draupadi Murmu raising controversy) ।

হুল দিবসে মেদিনীপুর শহরের নতুন বাজারের সিধু কানহু ক্লাব মণ্ডল মহল্লায় একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি ৷ সেখানে চেয়ারম্যান বলেন, "আমাদের দেশে আর ক'দিন পরেই একদল পিছিয়ে পড়া মানুষের মধ্যে থেকে ভারতের রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু ৷ এভাবেই আমাদের দেশ, সমাজ পিছিয়ে পড়া মানুষদের সামনে তুলে আনছে ৷" তাঁর এই বক্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে ৷ একদিকে গেরুয়া শিবির তাঁকে কটাক্ষ করেছেন, অন্যদিকে তৃণমূলের অন্দরে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ।

হুল দিবসে বক্তৃতা দিচ্ছেন মেদিনীপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন খান

আরও পড়ুন:‘দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি’, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা

এপ্রসঙ্গে জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস বলেন, "বিজেপি যে আদিবাসী অনগ্রসর এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষজনকে একসঙ্গে নিয়ে দেশ চালাতে চাইছে, তা বকলমে স্বীকার করে নিয়েছে তৃণমূল । তাই তৃণমূলের পৌর চেয়ারম্যান ঠিক কথাই বলে ফেলেছেন ।"

প্রসঙ্গত উল্লেখ্য, সৌমেন খান বর্তমানে তৃণমূল নেতা হলেও একসময় কংগ্রেসে ছিলেন । তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে পৌরসভা এবং জেলা, দু'দিকই সামলাচ্ছেন । অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি হিসেবে রয়েছেন সুজয় হাজরা । তবে তাঁকে গুরুত্ব না দিয়ে জেলার কাজকর্ম ঠিক করছেন সৌমেন খান ও বিধায়ক জুন মালিয়া ।

তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তথা চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা ৷ তিনি প্রাক্তন আইএএস, বিদেশমন্ত্রী ৷ তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাই এটা পরিষ্কার যে দলের ঘোষিত প্রার্থী যশবন্ত সিনহাজি ৷" মেদিনীপুরের পৌরপ্রধান কেন এধরনের বক্তব্য রাখলেন, তা জানেন না সুজয় হাজরা ৷ তবে সৌমেন খান দলে নতুন এসেছেন ৷ হয়তো সে কারণে সৌমেন খান দলের নেত্রী এবং সাধারণ সম্পাদকের কথা বুঝে উঠতে পারেননি, জানালেন জেলা তৃণমূল সভাপতি ৷ আবার এও হতে পারে যে, বলতে গিয়ে কোথাও ভুল করেছেন ৷ এটা তাঁর ব্যক্তিগত মতামত, জানালেন সুজয় হাজরা ৷

আরও পড়ুন: আদিবাসী উন্নয়নে কী কাজ করেছেন প্রকাশ্যে আনুন দ্রৌপদী মুর্মু, এক্সক্লুসিভ যশবন্ত সিনহা

Last Updated : Jul 3, 2022, 9:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details