পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Detained স্বাধীনতা দিবসে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়ে মেদিনীপুরে আটক যুবক - হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে পাকিস্তান

স্বাধীনতা দিবসে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে আটক হলেন মেদিনীপুরের এক যুবক (Man Detained)৷ তাঁর শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি ৷

midnapore-man-detained-as-he-wishes Pakistan in Independence day
স্বাধীনতা দিবসে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়ে মেদিনীপুরে আটক যুবক

By

Published : Aug 15, 2022, 3:04 PM IST

Updated : Aug 16, 2022, 9:28 AM IST

মেদিনীপুর, 15 অগস্ট:দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার 75 বছর ৷ উত্তর থেকে দক্ষিণ - সর্বত্র 76তম স্বাধীনতা দিবস পালন চলছে ৷ এরই মধ্যে স্বাধীনতা দিবসে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে আটক হলেন মেদিনীপুরের এক যুবক (Man Detained)। যদিও এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি ।

মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের ওই যুবকের নাম শাহেনশা । বছর 30-এর এই যুবক এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । গতকাল তিনি তাঁর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্টেটাসে স্বাধীনতা দিবসে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছেন । পোস্ট করেছেন পাকিস্তানের ছবি । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

তাঁর এই স্টেটাস নজরে আসার পরই থানায় অভিযোগ জানান স্থানীয় বিজেপি নেতারা ৷ এরপর ওই যুবককে আটক করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, ওই যুবককে থানায় ডেকে তাঁর স্টেটাস মুছে ফেলতে বলা হয় ৷ সেই স্টেটাস মোছার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:লালকেল্লার ভাষণে নতুন দেশ গড়ার ডাক মোদির

যদিও এই ঘটনায় ওই যুবককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি । বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেন, "অবিলম্বে ওই যুবককে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । ভারতে থেকে ভারতীয় হয়ে ভারতের স্বাধীনতার ছবি পোস্ট না করে ভারত বিরোধী পাকিস্তানের ছবি পোস্ট করে দেশবিরোধী কাজ করেছেন ওই যুবক । যেখানে এ বছর সারা দেশজুড়ে 75তম অমৃত মহোৎসব পালন হচ্ছে, সেখানে এই ধরনের দেশবিরোধী পোস্ট মেনে নেব না । আমরা থানায় অভিযোগের পাশাপাশি কোর্টে যাব ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ।"

এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল ৷ তবে এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "এই ছেলেটির সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । যাঁরা এই ধরনের দেশবিরোধী কাজ করেন, তাঁদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ।"

Last Updated : Aug 16, 2022, 9:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details