মেদিনীপুর, 15 অগস্ট:দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার 75 বছর ৷ উত্তর থেকে দক্ষিণ - সর্বত্র 76তম স্বাধীনতা দিবস পালন চলছে ৷ এরই মধ্যে স্বাধীনতা দিবসে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে আটক হলেন মেদিনীপুরের এক যুবক (Man Detained)। যদিও এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি ।
মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের ওই যুবকের নাম শাহেনশা । বছর 30-এর এই যুবক এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । গতকাল তিনি তাঁর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্টেটাসে স্বাধীনতা দিবসে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছেন । পোস্ট করেছেন পাকিস্তানের ছবি । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
তাঁর এই স্টেটাস নজরে আসার পরই থানায় অভিযোগ জানান স্থানীয় বিজেপি নেতারা ৷ এরপর ওই যুবককে আটক করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, ওই যুবককে থানায় ডেকে তাঁর স্টেটাস মুছে ফেলতে বলা হয় ৷ সেই স্টেটাস মোছার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷