মেদিনীপুর 7 নভেম্বর: মেদিনীপুর শহরের বিধাননগরের বাসিন্দা মেডিক্যাল পড়ুয়া ইন্দ্রাণী বিশ্বাস ৷ তিনি নিজে থ্যালাসেমিয়া আক্রান্ত ৷ সুস্থ থাকার জন্য মাসে অন্তত দু’বার রক্ত নিতে হয় ইন্দ্রাণীকে ৷ বেঁচে থাকার লড়াই চালিয়েও এ বার অন্যদের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে তাঁর ৷ তাই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের জীবন বাঁচাতে ভবিষ্যতে কাজ করতে চান কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের পড়ুয়া ইন্দ্রাণী বিশ্বাস ৷ সেই লক্ষ্যে এ বছর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) উত্তীর্ণ হলেন ইন্দ্রাণী (Thalassemia Girl Indrani Biswas Clears NEET) ৷
এনআরএস মেডিক্যাল কলেজে মেডিক্যাল পড়া ইন্দ্রাণীর ইচ্ছে ভবিষ্যতে হেমাটোলজি (Hematology) ও ব্লাড ক্যানসার নিয়ে পড়াশোনা করা ৷ যেহেতু নিজে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তাই তাঁর মতো যাঁরা প্রতিনিয়ত এই সমস্যায় ভুগছেন, তাঁদের পাশে দাঁড়ানোই উদ্দেশ্য ইন্দ্রাণীর ৷ জন্মের 7 মাস পরেই ইন্দ্রাণীর বাবা অভিজিৎ বিশ্বাস এবং মা তনুজা বিশ্বাস জানতে পারেন তাঁদের মেয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত ৷ সেই থেকেই শুরু হয়েছে জীবনযুদ্ধের লড়াই ৷ আগে মাসে একবার রক্ত নিতে হত ৷ কিন্তু, বর্তমানে দু’বার রক্ত নিতে হয় ইন্দ্রাণীকে ৷