পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Selling Ganga water From Post Office : গঙ্গাজল বিক্রিতে দ্বিতীয় স্থানে মেদিনীপুরের ডাকঘর - পোষ্ট অফিসে মিলছে গঙ্গাজল

কোভিড পরিস্থিতিতেও 2 হাজার বোতল গঙ্গাজল বিক্রি করল মেদিনীপুরের প্রধান ডাকঘর ৷ তাতেই রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করল এই ডাকঘর। গঙ্গাজল বিক্রিতে ব্যপক আয় হওয়ায় খুশি আধিকারিক (Selling Ganga water From Post Office)।

Selling Ganga water From Post Office
গঙ্গাজল বিক্রিতে দ্বিতীয় স্থানে মেদিনীপুরের ডাকঘর

By

Published : May 6, 2022, 9:06 PM IST

মেদিনীপুর, 6 মে: কোভিডকালে বিপুল পরিবর্তন এসেছে সবক্ষেত্রে ৷ কিছু বছর আগেও গঙ্গাজল পেতে গঙ্গায় যেতে হত ৷ পরিস্থিতি অনেকটাই বদলেছে ৷ পোষ্ট অফিস থেকে গঙ্গাজল পাওয়া যাচ্ছে ৷ পোষ্ট অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে গঙ্গাজল কিনছেন মেদিনীপুরের বাসিন্দারা ৷ 250 মিলিলিটার গঙ্গাজল মিলছে 30 টাকায় (Selling Ganga water From Post Office) ৷

ডাকঘরের দেওয়া তথ্য অনুযায়ী, এই কোভিড বিপর্যয়েও বছরে সর্বাধিক গঙ্গাজল বিক্রি করেছে তারা । কেন্দ্র সরকারের নির্দেশিকার পর থেকে মেদিনীপুরের এই পোষ্ট অফিস গঙ্গোত্রীর জল বিক্রি করা শুরু করেছে । এপ্রিল, 2021 থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 1845 বোতল গঙ্গাজল বিক্রি হয়েছে । যা থেকে ডাকঘরের আয় হয়েছে 55 হাজার 350 টাকা ৷ যা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷ গঙ্গজল বিক্রি করে এই বিপুল পরিমাণ আয় করতে পেরে খুশি সিনিয়র পোস্টমাস্টার থেকে পোষ্ট অফিস কর্মীরা ৷

গঙ্গাজল বিক্রিতে দ্বিতীয় স্থানে মেদিনীপুরের ডাকঘর

আরও পড়ুন :Offline Exam Protest : মেদিনীপুর কলেজে অফলাইন পরীক্ষার প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের

এই প্রসঙ্গেই মেদিনীপুর পোষ্ট অফিসের পোষ্টমাস্টার রতিকান্ত সোয়াইন বলেন,‘‘ ডাকঘর-এর কাছে একটা বড় পাওনা । যে ডাকঘর থেকে মানুষের গঙ্গাজল কেনার চাহিদা সবচেয়ে বেশি । জঙ্গল মহলের মানুষ বেশি নির্ভরশীল এবং স্বচ্ছ মনে করে গঙ্গাজল ৷ তাই এখান থেকে গঙ্গাজল সঞ্চয় করে এবং এই চাহিদার জন্যই গত বছরে তাদের মোট বিক্রির পরিমাণ সর্বোচ্চ । গঙ্গাজল বিক্রিতে দ্বিতীয় স্থান দখল করেছে পশ্চিম মেদিনীপুরের এই পোস্ট অফিস। এতে আমরা খুশি। ’’

ABOUT THE AUTHOR

...view details