মেদিনীপুর, 20 ডিসেম্বর: করোনা বিপর্যয় কাটিয়ে আবার বড়দিনের আনন্দ ও মেলায় মাততে চলেছে মেদিনীপুরের চার্চ কর্তৃপক্ষ (Medinipur Nirmal Hriday Ashram Church Decoration Starts for Christmas Celebrations)। 35 বছরের পুরনো চার্চের মেলা নিয়ে উৎসাহিত স্থানীয়রা ৷ মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম চার্চে দেখা গেল বড়দিনের প্রস্তুতির ছবি ।
মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম স্কুলে রয়েছে একটি ক্যাথলিক চার্চ (Medinipur Nirmal Hriday Ashram Church)৷ দীর্ঘ 35 বছর ধরে সেখানে সাড়ম্বরে যীশুখ্রীষ্টের জন্মদিন পালিত হয়ে আসছে ৷ আগামী 24 ডিসেম্বর রাত বারোটার পর ক্যারলের মাধ্যমে এবারেও প্রভু যীশুকে স্মরণ করবেন খ্রীষ্টান ধর্মাবলম্বীরা ৷ এদিন সকলেই গানের মাধ্যমে ভগবানের কাছে সুখ-শান্তি-সমৃদ্ধির কামনায় প্রার্থনা করেন ৷ এরপর 25 ডিসেম্বর থেকে শুরু হয় বড়দিন উপলক্ষে মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমে চার্চের মেলা (Catholic Church in Medinipur)। সঙ্গে তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ৷ এই মেলা ও অনুষ্ঠান দেখতে ভিড় জমান শহর ও জেলার মানুষজন ।