পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Vaccine : করোনার টিকাকরণ কেন্দ্রে দিলীপ, ডিসেম্বরের মধ্যে সকলকে দু’টি ডোজ দেওয়ার আশ্বাস - করোনার টিকা

মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সেখানকার একটি করোনা টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন সোমবার সকালে ৷ সেখানে তিনি টিকাকরণের সব কিছু খতিয়ে দেখেন ৷

medinipur mp dilip ghosh visit covid vaccination centre of his constituency
Covid Vaccine : করোনার টিকাকরণ কেন্দ্রে হাজির দিলীপ, ডিসেম্বরের মধ্যে দু’টি ডোজ দেওয়ার আশ্বাস

By

Published : Aug 30, 2021, 3:07 PM IST

মেদিনীপুর, 30 অগস্ট : নিজের সংসদীয় এলাকা পরিদর্শনে বেরিয়ে সোজা করোনার টিকাকরণ কেন্দ্রে চলে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তিনি মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ সোমবার সকালে তিনি সেখানকার একটি ভ্যাকসিন সেন্টারে (Covid Vaccination Centre) চলে যান ৷

সেখানে তখন করোনার টিকা (Covid Vaccine) নেওয়ার জন্য বহু মানুষ ভিড় করে আছেন ৷ সাংসদকে সেখানে দেখে রীতিমতো হইচই পড়ে যায় ৷ তাঁদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ ৷ ডিসেম্বরের মধ্যে সবাই ভ্যাকসিনের দু’টি করে ডোজ পেয়ে যাবেন বলেও আশ্বাস দেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি ৷

আরও পড়ুন :Dilip Ghosh : রাজ্যের গাফিলতিতে জঙ্গিদের আশ্রয়স্থল বাংলা, অভিযোগ দিলীপের

তাছাড়া ওই টিকাকরণ কেন্দ্রে যে আধিকারিকরা ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলেন দিলীপ ঘোষ ৷ তাঁদের কাছ থেকে জানতে চান, টিকা দেওয়ার খুঁটিনাটি ৷ কতজন টিকা দেওয়া হচ্ছে ? কারা দিচ্ছেন ? কী নিয়মে দেওয়া হচ্ছে ? সবই খতিয়ে দেখেন মেদিনীপুরের সাংসদ ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘সকলের বক্তব্য টিকার পরিমাণ বাড়ানো উচিত ৷’’ কিন্তু টিকা যে বাড়ছে না, এর দায় কার ? এই বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘সেটা তো আমরা জানি না ৷ কেন্দ্র কীভাবে টিকা দিচ্ছে আর রাজ্য সরকার সেটাকে কীভাবে বণ্টন করছে ৷’’

করোনার টিকাকরণ কেন্দ্রে হাজির দিলীপ ঘোষ

আরও পড়ুন :Dilip Ghosh : এখানে বোম-বন্দুকের কারখানা চলছে, কটাক্ষ দিলীপের

তবে সারা দেশে করোনার টিকাকরণ ঠিকমতো চলছে বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তাঁর মতে, টিকার উৎপাদন বেড়েছে ৷ ডিসেম্বরের মধ্যে সকলকে করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়ার লক্ষমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই লক্ষ্য পূরণ হবে বলেও তিনি মনে করেন ৷

করোনার ভ্যাকসিন নিয়ে কালোবাজার-সহ নানা অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য়, ‘‘পশ্চিমবঙ্গে সবকিছু নিয়ে দুর্নীতি হয় ৷ কালোবাজারি হয় ৷ এটাও হচ্ছে ৷ অনেকে ধরা পড়েছে ৷ ভ্যাকসিন জাল, ডাক্তার জাল, আইএএস, আইপিএস জাল ৷ সেন্টারও জাল ৷’’

আরও পড়ুন :Gunfire : শ্মশানে দাহ করার সময় চলল গুলি, মেদিনীপুর জুড়ে আতঙ্ক

সেই কারণে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ তাই তাঁর দাবি, এই বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত ৷ ভালভাবে নজরদারি চালানো উচিত ৷

ABOUT THE AUTHOR

...view details