পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

National Martial Arts 2023: জাতীয় মার্শাল আর্টে সোনা ও রূপো, বাংলার মুখ উজ্জ্বল সপ্তমের পড়ুয়ার - Paschim Medinipur News

মেদিনীপুরের রীতি রায় ৷ সম্প্রতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় সোনা ও রূপোর পদক পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে (National Martial Arts and Games 2023) ৷

ETV Bharat
মেদিনীপুরের মেয়ের সোনা ও রূপো জয়

By

Published : Jan 31, 2023, 1:06 PM IST

জাতীয় স্তরে মার্শাল আর্টে সোনা ও রূপো জিতল মেদিনীপুরের রীতি

মেদিনীপুর, 31 জানুয়ারি: রীতি রায় ৷ বয়স সবে সাড়ে বারো ৷ সপ্তম শ্রেণীর ছাত্রী ৷ এই বয়সেই সুদূর অসম থেকে সে জিতে এনেছে সোনা ও রূপোর মেডেল (Medinipur Girl Won Gold and Silver Medal)৷ কুংফুতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করেছে ৷ তার এই জয়ে উচ্ছ্বসিত গোটা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur News)৷

মেদিনীপুর শহরের 8 নম্বর ওয়ার্ড হাসপুকুর এলাকা ৷ এক চিলতে অ্যাজবেস্টসের ঘরে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে বেড়ে ওঠা রীতির ৷ বাবা গাড়ি চালিয়ে যা উপার্জন করে তাতে কোনওমতে দিন কাটে ৷ সংসার চলে বহু কষ্টে । তবে ছোট থেকেই ইচ্ছে রীতির খুব ইচ্ছে ছিল মার্শাল আর্ট কুংফু শেখার । এরপর স্থানীয় প্রশিক্ষক তাপস দাসের হাত ধরে তার কুংফুতে হাতেখড়ি ৷ প্রতিনিয়ত কঠোর অনুশীলনে ধরা দেয় সাফল্য ৷ 21,22 ও 23 জানুয়ারি অসমের গুয়াহাটিতে পঞ্চম জাতীয় মার্শাল আর্ট গেমস 2023 প্রতিযোগিতায় 18টি রাজ্যের প্রায় সাড়ে 400 প্রতিযোগীর মধ্যে রীতি কুংফুর তাইলুতে(Tai-Lu)দ্বিতীয় হয়ে রূপো ও ফাইটে সানডাতে (Sanda) প্রথম হয়ে সোনার পদক অর্জন করে ৷

নিত্য অভাবের সংসারেও পড়াশোনার পাশাপাশি চলেছে অনুশীলন (Martial Art Center at Medinipur)৷ মনের জোর আর ইচ্ছেশক্তির কাছে হার মেনেছে আর্থিক অভাব ৷ মেয়ের এহেন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বাবা সুনীল ও মা সুনামি রায় । এদিকে পদক নিয়ে বাড়ি ফিরতেই স্থানীয় কাউন্সিলরের থেকে মিলেছে সংবর্ধনা ও পাশে থাকার আশ্বাস ৷ ভবিষ্যতে কুংফু শিখে পুলিশে হতে চায় রীতি ৷ তার কথায়, "আমার ছোট থেকেই কুংফু শেখার খুব ইচ্ছে ছিল ৷ আমরা এখান থেকে 6 জন অংশগ্রহণ করেছিলাম এই প্রতিযোগিতায় । সকলেই আমরা সোনা ও রূপোর পদক জিতেছি ৷ এই অভাবের সংসারে কুংফুর উপর ভর করে পুলিশের চাকরি করে বাবার পাশে দাঁড়াতে চাই ৷"

ছাত্র-ছাত্রীদের সাফল্যে স্বভাবতই খুশি প্রশিক্ষক তাপস কুমার দাস । তিনি বলেন, "আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া জঙ্গলমহলের বহু প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে ৷ যারা দক্ষ হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে আর্থিক অসচ্ছলতার জেরে প্রতিযোগিতা স্থলে পৌঁছতেই পারেনি বা এখনও পারছে না ৷ এই জাতীয় প্রতিযোগিতায় আমাদের 6জন প্রতিযোগী 7টি সোনা, 2টি রূপো ও 2টি ব্রোঞ্জ জিতে নিয়ে এসেছে । আমরা চাই আমাদের এই সাফল্য বজায় রাখার জন্য সাহায্য করুক বাকিরা । যাতে এই খেলোয়াড়রা আগামী দিনের জেলা তথা রাজ্য়ের মুখ উজ্জ্বল করতে পারে ।"

আরও পড়ুন :দক্ষ যুবসমাজ গড়ার নেশায় বিনামূল্যে লক্ষাধিক ক্যাম্প শাওলিন কুংফু মাস্টার তপনের

ABOUT THE AUTHOR

...view details