মেদিনীপুর, 21 মে : দু'জনের জন্ম তারিখ এক, নামেও রয়েছে ভীষণ মিল ৷ শখ, আহ্লাদগুলোও সমান ৷ মেদিনীপুর শহরের বরিশাল কলোনির বাসিন্দা ষাটোর্ধ্ব অসীম ধর ৷ তাঁর স্ত্রী-র নাম অসীমা ধর ৷ রক্তদান করে মানুষের জীবন বাঁচানোকে কর্তব্য বলে মনে করেন তাঁরা ৷ 63 বছরের জীবনে 119 বার রক্তদান করেছেন অসীম ধর ৷ স্বামীর কাজ উদ্বুদ্ধ হয়ে অসীমা দেবীও সময়ে সময়ে রক্তদান করে থাকেন ৷ আজ, শনিবার ধর দম্পতি নিজেদের জন্মদিনে আয়োজন করেছিলেন রক্তশিবিরের (Couple Organize Blood Donation Camp ) ৷
অসীমবাবু দীর্ঘদিন ধরে মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের চেয়ারম্যান ও সদস্য ৷ প্রায়ই বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করেন । নিজেও উৎসাহিত হয়ে রক্তদান করেন । তাঁর এই কাজে উৎসাহিত হয়ে সঙ্গ দিয়েছেন সহধর্মিণী অসীমা ধর । আজ তাঁদের জন্মদিনে পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান উৎসব ৷ গরমের সময় রক্তের ব্যপক চাহিদা দেখা যায় মেদিনীপুর ব্লাডব্যাঙ্কগুলিতে ।