পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Saraswati Puja 2023: রাজনৈতিক কূটকচালি ও ব্যঙ্গচিত্রে সাজল বাগদেবীর মণ্ডপ - সরস্বতী পুজোর মণ্ডপে রাজনৈতিক ব্যঙ্গচিত্র

মেদিনীপুর কলেজ স্কোয়ার ৷ সরস্বতী পুজোর দিনে এই এক জায়গায় বেশ কয়েকটি পুজো হয় ৷ শাসক থেকে শুরু করে বিরোধী, এখানকার পুজো মণ্ডপগুলিতে দেখা গেল সব দলের নেতাদের নিয়ে ব্যঙ্গচিত্র (Puja Pandel Shows Political Caricatures)৷

ETV Bharat
মেদিনীপুর শহরে কলেজ স্কোয়ারের পুজো

By

Published : Jan 26, 2023, 8:10 PM IST

Updated : Jan 26, 2023, 8:35 PM IST

মেদিনীপুরের কলেজ স্কোয়ারের সরস্বতী পুজো

মেদিনীপুর, 26 জানুয়ারি: করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই সরস্বতী পুজোর চেনা ছন্দে ফিরল মেদিনীপুর শহরের কলেজ চত্বর (Medinipur College Square Saraswati Puja)৷ এই এলাকায় পরপর বেশ কয়েকটি পুজো হয় ৷ সরস্বতী পুজোয় কলেজ পড়ুয়া থেকে শহরের অন্যান্য জায়গার বাসিন্দাদেরও ভিড় জমে এই এলাকায় ৷ সবমিলিয়ে বসন্ত পঞ্চমীতে জমজমাট থাকে শহরের এই কলেজ চত্বর ৷

তবে এবারের পুজোয় অন্যতম আকর্ষণ হল বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা নেত্রীদের ব্যঙ্গচিত্র ৷ কখনও ছবিতে তো কখনও আবার ছড়ার মাধ্যমে তুলে ধরা হল একাধিক বিষয় ৷ তবে এই বিষয়ে এখানকার ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, রাজনৈতিক বাস্তব পরিস্থিতিকে এভাবে ব্যঙ্গচিত্রের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়েছে ৷ এটা নিছকই মজার জন্য করা হয়েছে ৷ যাতে দর্শনার্থীদের ভালো লাগে ৷

আরও পড়ুন :নজর কাড়ছে কিশোর সংঘের বাগদেবী আরাধনার থিম 'আজকের মহাভারত'

বংশপরম্পরা এবং ঐতিহ্য বজায় রেখেই প্রতিবছর এই পুজোর আয়োজন করেন ক্লাব কর্তারা । এবার মণ্ডপ ও তার বাইরের অংশ সাজানে হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ৷ মোদি থেকে মমতা, কে না নেই তাতে ৷ আছেন পাপ্পু তথা রাহুল গান্ধিও ৷ ব্যঙ্গচিত্রে মিলে মিশে গিয়েছে শাসক থেকে বিরোধী সব ৷ শুধু তাই নয়, লেখা হয়েছে কৌতুক ছড়াও ৷ আর এহেন মণ্ডপ দেখতেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা ৷ তবে শুধু মণ্ডপই নয়, এখানকার প্রতিমাগুলিও বেশ অন্যরকম ৷ কোথাও মায়ের সাবেকি রূপ তো কোথাও আবার মা কৃষকের মেয়ের বেশে ৷ এমনকি দেবীর চতুর্ভূজা মূর্তিও রয়েছে একটি মণ্ডপে ৷ প্যান্ডেলও হয়েছে বিভিন্ন থিমের উপর ৷ শোলার কাজের পাশাপাশি রাজস্থানী পুতুল দিয়ে কারুকাজ করা প্যান্ডেলও রয়েছে এখানে ৷

তবে মণ্ডপের ব্যঙ্গচিত্র দেখে সিরিয়াস হওয়ার কোনও বিষয় নেই ৷ এই পুজোয় সকল রাজনৈতিক দলের সদস্যরাই যুক্ত থাকেন ৷ আর সকলকে আনন্দ দিতেই এই ব্যঙ্গচিত্র করা হয়েছে বলে জানান এক ক্লাব কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন :সরস্বতী বন্দনায় 11 সেন্টিমিটারের প্রতিমা গড়লেন চন্দ্রকোনার শুভজিৎ

Last Updated : Jan 26, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details