ঘাটাল, 14 নভেম্বর :ন্যায্যমূল্যের ওষুধের দোকানে অমিল ওষুধ ৷ সরকারি চিকিৎসকের প্রেসক্রিপশন হাতে নিয়ে দোকানে গেলে ওষুধের বদলে মিলছে স্ট্যাম্প লাগানো স্লিপ ৷ সেই স্লিপ হাতে নিয়েই বাইরের দোকান থেকে চড়া দামে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগীর আত্মীয়রা ৷ যাঁদের সেই ক্ষমতা হচ্ছে না, তাঁদের ওষুধ না খেয়েই থাকতে হচ্ছে ৷ এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷
আরও পড়ুন :Allegation Against Doctor : সিজার করানোর জন্য চাপ চিকিৎসকের, না মানায় গর্ভবতীকে চড় মারার অভিযোগ
আমজনতাকে, বিশেষ করে নিম্নবিত্তদের স্বস্তি দিতেই সরকারি হাসপাতালে ন্যায্যমূল্যে ওষুধের দোকান চালু করেছে রাজ্য প্রশাসন ৷ ঘাটাল মহকুমা হাসপাতালেও এমন দোকান রয়েছে ৷ কিন্তু, তাতে কোনও লাভ হচ্ছে না প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে আসা রোগীদের ৷ তাঁদের অভিযোগ, হাসপাতালের ওই দোকানে বেশিরভাগ ওষুধই মিলছে না ৷ এমনকী, দোকানে ওষুধ কিনতে গেলে ভাল করে কথাও বলছেন না কর্তব্যরত ফার্মাসিস্টরা ৷ শুধু বুঝিয়ে দিচ্ছেন, ওষুধ নেই ৷ তাই দেওয়া যাবে না ৷ যা লাগবে তার বেশিরভাগটাই কিনে নিতে হবে বাইরের দোকান থেকে ৷