পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Md. Salim On Abhishek Banerjee: টাকা পাচারে 'পতিতা'দের অ্যাকাউন্ট ভাড়া, নাম না-করে অভিষেককে বেনজির আক্রমণ সেলিমের - Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লাগামহীন আক্রমণ মহম্মদ সেলিমের ৷ টানলেন মাফিয়া যোগ ও পতিতা যোগের প্রসঙ্গ ৷

ETV Bharat
অভিষেককে কটাক্ষ সেলিমের

By

Published : Aug 7, 2023, 6:58 PM IST

Updated : Aug 7, 2023, 11:04 PM IST

মহম্মদ সেলিমের বক্তব্য

মেদিনীপুর, 7 আগস্ট: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিউইয়র্কে যাওয়া এবং সেখান থেকে ইডি অফিসারদের তদন্ত নিয়ে তাঁর কটাক্ষ এই দু'টি বিষয়ে প্রতিক্রিয়া দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সোমবার তিনি বলেন, "মমতার উত্তরসূরি মাফিয়া, পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া করেই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের টাকা পাচার করেছে। এদের সঙ্গে যোগসাজশ রয়েছে ইডির অফিসারদেরও ।" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম না-করেই এদিন অভিষককে কটাক্ষ করেন সেলিম ৷

এদিন মেদিনীপুর শহরে দলের কৃষক ভবনে এক সাংবাদিক বৈঠক করেন মহম্মদ সেলিম ৷ দলের জেলা সম্পাদক সুশান্ত ঘোষকে পাশে বসিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিস্থিতি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ ভ্রমণ নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি ৷ রাজ্যের নিয়োগ দুর্নীতি এবং ইডি-সিবিআই তদন্তের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিউইয়র্কে যাওয়া নিয়ে ঝাঁঝালো ভাষায় কটাক্ষ করেছেন মহম্মদ সেলিম ৷ বিদেশ থেকেই এদিন ইডির তদন্ত ও তদন্তকারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে সেলিম বলেন, "ইডি, সিবিআই, অভিবাসন দফতর এইসবের যোগসাজশেই উনি বিদেশে যেতে পেরেছেন ৷"

নাম না-করে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'মাফিয়া ডন' বলে উল্লেখ করেন সেলিম। বিদেশি মহিলাদের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা পাচার সংক্রান্ত যে তথ্য সংবাদমাধ্যমে উঠে এসেছে সেই প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, "মেক্সিকো, ইতালি যেখানে খনিজ সম্পদের টাকা, ড্রাগস, আর্মস, বোমা, বন্দুক, গুলির টাকা ভাগ হয় এবং যেখানে অস্ত্রের ব্যবসা হয় সেইসব দেশে বিদেশি বারবনিতা, এসকর্ট সার্ভিসদের মহিলাদের নিয়ে এই মাফিয়া অ্যাকাউন্ট খুলিয়েছে । এরপর যোগ্য প্রার্থীদের শিক্ষক হওয়ার টাকা নিয়ে যেমন পতিতার দেহ ভাড়া পাওয়া যায়, ঠিক তেমনভাবে ওই পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া করে দুর্নীতির টাকা পাচার করছে এই মাফিয়া ৷"

আরও পড়ুন: 'একদিন সত্য প্রকাশ্যে আসবেই', আমেরিকা থেকে টুইটে ইডিকে নিশানা অভিষেকের

এদিন সংবাদমাধ্যমকেও এক হাত নেন সিপিএম রাজ্য সম্পাদক ৷ তাঁর অভিযোগ, মণিপুরের ঘটনা আড়াই মাস পরও কোনও মিডিয়ার মাধ্যম দেখাতে সক্ষম হয়নি । তারা ব্যস্ত লোকসভার আসন নিয়ে, 35 হবে না 7টা সিট হবে সেই সমীক্ষা করতে ৷ ইডিতে যোগ্য অফিসাররা থাকলেও তাঁদের কাজ করতে দিচ্ছে না বিজেপি, এমনও মন্তব্য করেন এই সিপিএম নেতা ৷

Last Updated : Aug 7, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details