পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shaolin Kung Fu: দক্ষ যুবসমাজ গড়ার নেশায় বিনামূল্যে লক্ষাধিক ক্যাম্প শাওলিন কুংফু মাস্টার তপনের - Paschim Medinipur News

শাওলিন কুংফু (Shaolin Kung Fu) ৷ এক ধরনের চিনা মার্শাল আর্ট ৷ নিরস্ত্র থাকলেও এই মার্শাল আর্টের মাধ্যমে শত্রুপক্ষকে অনায়াসে ঘায়েল করতে পারবেন আপনি ৷ মেদিনীপুর শহরে এই শাওলিন কুংফুর প্রশিক্ষণ দিচ্ছেন তপন পণ্ডিত ৷

Etv Bharat
শাওলিন কুংফুর পোজে

By

Published : Jan 11, 2023, 11:45 AM IST

মেদিনীপুর শহরে শাওলিন কুংফুর প্রশিক্ষণ

মেদিনীপুর, 11 জানুয়ারি: ছোট থেকেই মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যানকে নিজের গুরু হিসেবে ভাবতেন ৷ এরপর ট্রেনিংও নিয়েছেন চিন থেকে কিন্তু পরে বুঝেছেন যে এই শাওলিন কুংফুর জন্ম আমাদের ভারতেই । তাই পুনরায় দেশে ফিরে এসে ভারতীয় যুবাদের শাওলিন শেখাচ্ছেন বছর 45-এর তপন পণ্ডিত । এখনও পর্যন্ত তার ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক-সহ তিনটি অ্যাওয়ার্ড রয়েছে । 17টি মুভিতে তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন । এরই সঙ্গে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে বিনামূল্যে প্রায় সাড়ে তিন লক্ষ ক্যাম্প করেছেন ।

কী এই শাওলিন কুংফু ?

শাওলিন কুংফু এক ধরনের চিনা মার্শাল আর্ট (Shaolin Kung Fu Training) ৷ যে আর্টের মাধ্যমে আপনি কোনওরকম অস্ত্র ছাড়াই শত্রুপক্ষকে ঘায়েল করতে পারবেন ৷ শাওলিন নামটি এসেছে একটি বৌদ্ধ মন্দির থেকে ৷ তবে তপনবাবুর কথায়, "শাওলিন কুংফুর উৎপত্তি ভারতেই ৷ বিভিন্ন দেশে তা বিভিন্ন নামে পরিচিত মাত্র ৷ চিনে প্রশিক্ষণ নিতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ ঘুরে ইতিহাস ঘেঁটে জানতে পারি, শাওলিন কুংফুর আদি নাম ছিল 'নিয়ুদ্ধ' ৷ আমাদের দেশেই যার উৎপত্তি ৷ সেই আর্টকেই একটু সংশোধিত করে বৌদ্ধরা শাওলিন কুংফু নাম দেয় ৷ বিষয়টি জানতে পারার পরই আমার মনে ভাবনা আসে, কেন আমাদের দেশের জিনিস আমরা বাইরের দেশ থেকে শিখব ৷ কেন সেখান থেকে অ্যাফিলিয়েশন নেব ৷ সেই থেকেই এই শাওলিন কুংফুর প্রশিক্ষণ দিতে শুরু করি ৷"

আরও পড়ুন :দারিদ্র্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রশিক্ষণ প্রতিযোগিতায় ব্রোঞ্জ সহেলীর

এই কুংফু শেখার নেশায় চিনের ডাং ফাং হেনান সিটির শাওলিন মন্দির থেকে ট্রেনিং করেন তপনবাবু ৷ বর্তমানে মেদিনীপুর শহরের (Paschim Medinipur News) কর্ণেরগোলা এলাকায় বসবাস করলেও তিনি প্রায়ই দেশ-বিদেশে দৌড়ে যান শুধুমাত্র শাওলিন শেখানোর নেশায় ৷ তাঁর কাছে হিন্দি-সহ বিভিন্ন ভাষার সিনেমার নায়ক-নায়িকার ট্রেনিং নেন ৷ এছাড়াও তিনি ট্রেনিং করান ভারতীয় সেনাবাহিনীর বিএসএফ, এনএসজি কম্যান্ডো ও কোবরা বাহিনীকেও । তপনবাবুর ঝুলিতে ইতিমধ্যে ভারতরত্ন ও ডঃ আম্বেদকর অ্যাওয়ার্ড-সহ আন্তর্জাতিক পুরস্কার রয়েছে । 25 বছর ধরে শাওলিন শিখিয়ে আসছেন তিনি ৷ মেদিনীপুর শহরেও তাঁর শাওলিন কুংফু শেখানোর সেন্টার রয়েছে (Master Tapan Pandit Trains Youths for Shaolin Kung Fu in Medinipur Town) ৷

এই বিষয়ে তাঁর সাফ বক্তব্য, "যেখানে এই শাওলিন এবং কুংফুর জন্মদাতা ভারত, সেখানে চতুর কলা কৌশল শিখে নিয়ে গিয়ে বিদেশিরা নিজেদের নাম ট্যাগ করে চালাচ্ছে গোটা বিশ্বজুড়ে । কিন্তু ভারতই শাওলিনের আদি জন্মদাতা । তাই শুধু সেনাবাহিনীর দক্ষতা বাড়ানো নয়, সেই সঙ্গে ভারতীয় ছেলেমেয়েদের দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে চাই ৷ আমার উদ্দেশ্য ভারতীয় আদি কলা এই শাওলিনকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া । তাছাড়া এই শাওলিনের ট্রেনিংয়ের জন্য আর চিন বা জাপান নয়, বরং যাতে ভারতীয়রা এখান থেকে ট্রেনিং নেয় এবং আদি ভারতকে চেনে ভারতের ইতিহাস জানে সেই উদ্দেশ্যেই এই কাজ করে চলেছি দীর্ঘ 25 বছর ধরে । অসময়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যদি পাঁচ কোটি ভারতীয়কে এই শাওলিন শিখিয়ে দক্ষ করতে পারি তাহলে কোনও দেশই আর আমাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না "

এখনও পর্যন্ত তাঁর 'Enter the Dragan Girl's', টাইগার শ্রফের বাগি, বীরাপ্পন-সহ প্রায় 17টি সিনেমাতে তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন । দেশজুড়ে তাঁর 17টি সেন্টার রয়েছে যেখান থেকে তিনি ভারতীয়দের শাওলিন শেখান ৷

মেদিনীপুরে তাঁর ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেশ ভালোই ৷ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও খুশি এই ধরনের আত্মরক্ষার কৌশল শিখতে পেরে ৷

আরও পড়ুন : ছেলেকে শিখিয়েছিলেন মার্শাল আর্ট, তারই মাসুল দিতে হল প্রাক্তন নৌসেনা কর্মীকে ?

ABOUT THE AUTHOR

...view details