খড়্গপুর,17 এপ্রিল : কথা ছিল বিয়ে হবে । লোকজন আসবে । সাজবে দু'জন মন ভরে । ছবির ক্লিকে স্মরণীয় হয়ে থাকবে সময় । সকলকে নিমন্ত্রণ করে নতুন জীবনের জন্য চাওয়া হবে আশীর্বাদ । কিন্তু বিয়ে যে মাস্ক পরে হবে এবং এভাবে স্মরণীয় হয়ে থাকবে তা জানতেন না সৌরভ ও সাথী । ফোনের বাক্যালাপে এমন স্বপ্নের ভিত তাঁরা বোনেননি । এমন বিয়ে বাড়িও চাননি । কোরোনা বদলে দিল সবটা । সৌরভ-সাথীর বিয়ে হল মাস্ক পরে । বরের বাড়ি কনেই এলেন বিয়ে করতে ৷ অনুষ্ঠানের জন্য বরাদ্দ টাকা দান করা হল দুস্থদের সাহায্যে ।
খড়্গপুরের বাসিন্দা সৌরভ কর্মকার । এলাকায় খাবার দোকান রয়েছে তার । অন্যদিকে ঝাড়গ্রামের বাসিন্দা সাথী পাত্র । কথা ছিল দু'জনের বিয়ে হবে 13 মার্চ । কিন্তু সেই সময় সৌরভের বৌদি ও মা অসুস্থ হয়ে যাওয়ায় বিয়ে পিছিয়ে যায় । বিয়ের দিন ঠিক হয় তার কিছুটা পরে । হঠাৎ লকডাউন ঘোষণার পর বন্ধ হয়ে যায় বিয়ে । ফের বৈশাখ মাসে শুরু হয় দিন খোঁজা । কিন্তু লকডাউনের সময়সীমা বাড়লে ফের বন্ধ হয় বিয়ে । এরপর তারা দু' জনে বিনা অনুষ্ঠানেই বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত নেন ।