দাঁতন (পশ্চিম মেদিনীপুর), 26 এপ্রিল : করোনা সংক্রমণ বাড়ছে রাজ্য জুড়ে ৷ তাই এবার বাজার থেকে যাতে করোনার সংক্রমণ না হয়, তার ব্যবস্থা করল পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার পুলিশ ৷ সবজি বাজার এবং মাছ-মাংসের বাজার আলাদা করে দেওয়া হয়েছে ৷ যেখানে সবজি বাজারকে খোলা মাঠের মাঝে দূরত্ববিধি বজায় রেখে বসানো হয়েছে ৷ মাছ বাজারের ক্ষেত্রেও নির্দিষ্ট স্থানে দূরত্ববিধি বজায় রাখা হয়েছে ৷
ভয়াবহ রূপে করোনার দ্বিতীয় স্রোত আছড়ে পড়েছে ভারতে ৷ বাদ যায়নি পশ্চিমবঙ্গও ৷ এই মুহূর্তে সকলের সুস্থ ও সুন্দর থাকার একমাত্র উপায় নির্দিষ্ট কিছু সতর্কতা ও নিয়মবিধি মেনে চলা । প্রতিদিন করোনা সংক্রমিত হচ্ছেন হাজার হাজার মানুষ । তাই এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে করোনা সংক্রমণ রুখতে বিশেষ ব্যবস্থা নিল পুলিশ প্রশাসন ৷ দাঁতন থানার নির্দেশে সরাইবাজার দৈনিক বাজার কমিটির উদ্যোগে সবজি ও মাছ বাজার আলাদা হয়ে গেল । মাছ বাজার পূর্ব নির্ধারিত জায়গায় রাখা হয়েছে এবং সবজি বাজারের জায়গা পরিবর্তন করে হাইস্কুল মাঠে বসানো হয়েছে । প্রত্যেক ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বাজার কমিটির পক্ষ থেকে ।