ঝাড়গ্রাম, 20 জুন:ফের মাওবাদী পোস্টার মিলল জঙ্গলমহলে ৷ শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সিপিআই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনপুরে ।
ঝাড়গ্রাম জেলার জামবনি থানার অন্তর্গত চিল্কিগড় কনক দুর্গা মন্দির প্রবেশের পথে যাত্রী প্রতীক্ষালয়ে লাল কালিতে লেখা একধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পাওয়া যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামবনি থানার পুলিশ ৷ তারা গিয়ে পোস্টারগুলিকে উদ্ধার করে । মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলিতে রাজ্য সরকারকে আক্রমণ করে নানা কথা লেখা হয়েছে ৷
পোস্টারে লেখা হয়েছে, ইন্দিরা আবাস প্রকল্প পাওয়ার যোগ্য জনগণ কেন এই সুবিধে পাচ্ছে না, মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে ৷ পাশাপাশি, ভুয়ো এসটি সার্টিফিকেট প্রদান অবিলম্বে সরকারকে বন্ধ করতে হবে বলে দাবি জানানো হয়েছে পোস্টারে । পোস্টারে আরও বলা হয়েছে, "লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা দিয়ে জনগণকে ভোলাবেন না । দিদিমণি আমরা সন্তানদের চাকরি চাই ।"
পোস্টারে হুমকির সুরে বলা হয়েছে যে, "টিএমসির নেতা বা নেত্রী গ্রামে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইবেন না । নবজোয়ার কর্মসূচিকে আমরা 2024-এ বিদায় জানাব ।" দুর্নীতির বিষয়ে সরব হয়ে পোস্টারে লেখা হয়েছে, যে কোনও দুর্নীতির শাস্তি দিতে হবে ৷
আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উদ্ধার মাওবাদী পোস্টার, চাঞ্চল্য পুরুলিয়ায়
পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবি রেখে পোস্টারিং করা হয়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলিতে । নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী । এছাড়াও অন্য পোস্টারে লেখা রয়েছে, এ বার বিদায় নিতে হবে তৃণমূলকে । পোস্টারে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের সরকার জনগণের উপর খুব অত্যাচার করছে । মাওবাদীদের হুমকি, "অত্যাচার করুক, আমার আছি । আবার জঙ্গলমহলে টিএমসির রক্ত ঝরবে ।" অন্য আরেকটি পোস্টারে লেখা রয়েছে, যেভাবে টিএমসির সরকার আনা হয়েছিল সেই ভাবেই তাদের বিদায় দিতে হবে 2023-24 এর মধ্যে ।
মাওবাদী নামাঙ্কিত পোস্টারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোস্টারগুলিকে উদ্ধার করে পুলিশ । মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, "কেউ বা কারা স্থানীয় সমস্যা নিয়ে এই ধরনের পোস্টারিং করেছে । ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ৷"