দাসপুর, 20 ফেব্রুয়ারি:ফের বাস দুর্ঘটনার শিকার পশ্চিম মেদিনীপুরের দাসপুর। একটি লরিকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা শিকার হয়েছে বাসটি। তবে এই দুর্ঘটনায় কারও মৃত্যু না-হলেও আহত হয়েছেন একাধিক। বাস উলটে যাওয়ার চাপেই আহত হয়েছেন বাসযাত্রীরা। তবে দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ও পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে হয়েছে আহত যাত্রীদের ৷ তারপরই তাঁদের ভরতি করা হয় হাসপাতালে (Many People Injured in Road Accident) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এরপর ওই দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি আসেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে পুলিশও তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ এরপর আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। লরি ও বাসের সংঘর্ষের ফলে আহত হয়েছেন কমপক্ষে 30 থেকে 35 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা ৷ যদিও মৃত্যুর কোনও খবর নেই। জানা গিয়েছে, গোয়ালতোড় থেকে প্রায় 60 জন যাত্রী নিয়ে হাওড়া যাচ্ছিল বাসটি। যাওয়ার পথে দাসপুরের চাঁদপুর এলাকায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কে একটি লরির সঙ্গে ওভারটেক করতে যায়। ওভারটেক করতে গিয়ে ওই বাসটিকে ডান সাইড থেকে বাম সাইডে হঠাৎই চেপে দেয় লরিটি। আর তাতেই তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায় রাজ্য সড়কের ধারে।