মেদিনীপুর, 1 নভেম্বর : "মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষের আস্থা, বিশ্বাস এবং অগ্রগতির প্রতীক হয়ে গোয়ায় আবির্ভূত হয়েছেন ৷ দশজন মানুষ ওঁনাকে কালো পতাকা দেখালেও হাজার-হাজার মানুষ সম্বর্ধনা দিয়েছেন ৷ তাই আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ায় আমুুল পরিবর্তন আসতে চলেছে ৷" মুখ্যমন্ত্রীর গোয়া সফরকে এই ভাষাতেই বর্ণনা করলেন মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা মানস ভুইঞাঁ ৷
এদিন মেদিনীপুরে একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীর গোয়া সফরকে 'এক অভূতপূর্ব সফর' বলে আখ্যা দেন জল ও সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইঞাঁ ৷ তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে গোয়ায় তিনি 13 দিন ধরে চষে বেড়িয়েছেন ৷ সেখানকার গ্রাম-শহর-জেলা ব্লকস্তরে 65 শতাংশ কভার করে ফেলেছেন । তাতে তিনি বুঝেছেন যে ওখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এক অভূতপূর্ব পরিবর্তন দেখছেন । কারণ হিসেবে তিনি বলেন, "গত বিধানসভা নির্বাচনে 17 জন কংগ্রেস MLA-কে গোয়ার মানুষ জিতিয়েছিল বিজেপির বিরুদ্ধে ৷ কিন্তু 10 জন MLA বিজেপির হাতছানিতে পালিয়ে গিয়েছে । এখন পড়ে আছেন মাত্র 4 জন, যার মধ্যে একজন বিধায়কের ছেলে আবার বিজেপির মন্ত্রী হয়ে গিয়েছেন ৷"
অপরদিকে বিজেপি রাজনৈতিক বাণিজ্যিকরণের নামে অন্যদলের MLA-দের জোর করে দলে এনে একটি বহুমুখী সরকার করেছে । তারা ব্যক্তিগতভাবে সরকার গড়েছে কিন্তু সমষ্টিগতভাবে মানুষের জন্য উন্নয়নমুখী কোনও সরকার গড়েনি ৷ জানান মানস ভুইঞাঁ ৷ তিনি আরও বলেন, "গোয়ায় এই মুহূর্তে মূল সমস্যা হল মাইনিং ৷ 3 লক্ষ লোক বেকার ৷ 17000 গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে । অর্থনীতি ওখানে ভেঙে পড়েছে ৷ বেকারত্ব সবচেয়ে বেশি।" একইসঙ্গে গোয়ার ট্যুরিজম ধাক্কা খাওয়ার মূল কারণ হিসেবে মানস ভুইঞাঁ করোনার পাশাপাশি দায়ী করেছেন বিজেপির অপশাসনকে । কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিহো ফেলেইরো তৃণমূলে যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রীর ভাবনাকে স্বাগত জানিয়েছেন মানস । তবে এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মানস বাবু । তিনি বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে দল নেবে কি নেবে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে ৷ তবে রাজনৈতিক স্তরে যারা ভুল বুঝে বিজেপির খপ্পরে চলে গিয়েছিলেন, তারা যদি নিজের ভুল বুঝতে পেরে নেত্রী এবং নেতাদের সন্তুষ্ট করে দলে ফিরতে চান তবে অবশ্যই আসতে পারেন ।
আরও পড়ুন : মানসিক চাপের জন্য গোয়া বেড়াতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের
প্রসঙ্গত, এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকেই মন্ত্রী মানস ভুইঞাঁ আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন । যুবক-যুবতী ও মহিলাদের সঙ্গে নিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজেও নেমে পড়ার পরামর্শ দিয়েছেন নেতাকর্মীদের । গত বিধানসভা নির্বাচনে যেসব বুথে তুলনামূলক খারাপ ফল হয়েছে সেগুলিকে টার্গেট করে এগিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি ।