পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man sets fire on his own House : বউ, বাবা-মা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় নিজের বাড়িতেই আগুন লাগালেন এক ব্যক্তি - man sets fire on his own house after turmoil in family

প্রতিবেশীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন পরেশবাবু। তার আত্মীয় নির্মল সামন্ত জানান, মানসিক চাপ থেকে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি (Man sets fire on his own House)৷ আগুন ধরিয়ে বাড়ির বাইরে চলে আসায় পরেশ বাবুর কোনও ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি।

Man sets fire on his own House
বাড়িতে আগুন লাগালেন গৃহকর্তা

By

Published : Feb 4, 2022, 10:13 PM IST

দাসপুর, 4 ফেব্রুয়ারি : গভীর রাতে ২টি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে নিজের বাড়িতে আগুন লাগালেন বাড়ির মালিক (Man sets fire on his own House) ৷ সিলিণ্ডার ফাটার শব্দে ছুটে আসেন স্থানীয়রা ৷ দেখেন তিনতলা পাকার বাড়ি দাউ দাউ করে জ্বলছে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ৷

আশান্তির জেরে মা-বাবা বাড়ি ছেড়েছেন ৷ স্ত্রীও ছেলে ও মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন ৷মানসিক অবসাদে বৃহস্পতিবার ভোর রাতে দাসপুর থানার চাঁইপাটের সাতমাথা খেজুরতলা এলাকায় পরেশ মণ্ডল নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেন ৷ দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছন দাসপুর থানার পুলিশ ৷

জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ নিজের বাড়িতে আগুন লাগিয়েছেন পরেশ মণ্ডল ৷ পেশায় তিনি আলু ব্যবসায়ী ৷ তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায়শই বাবা-মায়ের সঙ্গে অশান্তি লেগে থাকত ৷ দু'দিন আগেও ছোট একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় ৷ এই ঘটনার একদিন পর বাবা-মা বাড়ির দলিলপত্র ও গয়না নিয়ে কলকাতায় ছোট বোনের বাড়ি চলে যায় ৷ পাশাপাশি এই ঘটনার পরই পরেশ বাবুর স্ত্রীও দুই মেয়ে ও ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যান ৷ মাস কয়েক পরেই পরেশ বাবুর মেয়ের বিয়ে, বাড়ির সকল সদস্যর হঠাৎ করে এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেনি পরেশবাবু ৷ তার সরল স্বীকারোক্তি তাই রাগের বশে গতকাল রাতে বাড়ির সিলিন্ডারের রেগুলেটর চালু করে আগুন ধরিয়ে দেন তিনি ৷

বউ, বাবা-মা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় নিজের বাড়িতেই আগুন লাগালেন এক ব্যক্তি

ঘটনার খবর সিভিক পুলিশকে জানানো হলে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অমিত মুখোপাধ্যায়-সহ বিশাল পুলিশবাহিনী ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ৷ বাড়িটির দোতালায় রান্নাঘরে রাখা ছিল ৪টি সিলিন্ডার, তার মধ্যে দুটি ভর্তি ও দুটি খালি ছিল৷ সবকটি সিলিন্ডারের রেগুলেটর চালু করে এভাবে আগুন ধরিয়ে দেওয়ার ফলে একটি সিলিন্ডার ফেটে গিয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে ৷ বাড়ির ওয়ারিংয়ের তার-সহ অধিকাংশ আসবাবপত্র পুড়ে গিয়েছে, তবে ওই সময় বাড়ির অন্যান্য সদস্যরা বাড়িতে না-থাকায় ঘটনায় হতাহতের খবর নেই ৷

আরও পড়ুন : Milestones placed at Vidyasagar's village Birsingha: ঐতিহাসিক মাইলস্টোনেই সাজছে বিদ্যাসাগরের জন্মভিটে

তবে প্রতিবেশীদের বক্তব্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন পরেশবাবু। তার আত্মীয় নির্মল সামন্ত জানান, মানসিক চাপ থেকে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি ৷ আগুন ধরিয়ে বাড়ির বাইরে চলে আসায় পরেশ বাবুর কোনও ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি।

ABOUT THE AUTHOR

...view details