ঘাটাল, 24 অগাস্ট : শিলাবতীতে বাড়ছে জলস্তর । এরইমধ্যে নদীর জলে ভেসে আসে একটি দেহ । মৃতের নাম সুকুমার পাত্র (46) । বাড়ি দাসপুর থানার কল্যাণপুর এলাকায় । দেহ শনাক্ত করেছেন পরিবারের লোকেরা ।
শনিবার রাতে একটি শ্মশানে গেছিলেন সুকুমার পাত্র । এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর । আজ সকালে নৌকায় শিলাবতী নদী পেরনোর সময় তাঁর দেহ নদীর জলে ভাসতে দেখেন অনেকে । খবর দেওয়া হয় ঘাটাল থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ।
আরও পড়ুন :টাঙ্গন নদীতে নৌকাডুবির জের, বালুরঘাটে বন্ধ অবৈধ ফেরিঘাট