কেশপুর, 28 এপ্রিল : এলাকার মানুষের কাছে তিনি মশাল নামে পরিচিত । সেই নামের মর্যাদা রেখেই কোরোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক বার্তা প্রচার করে মানুষকে মশালের আলোয় আলোকিত করছেন । তাঁর এই কাজে সঙ্গী একটি মোটর বাইক, মাইক্রোফোন ও সাউন্ড বক্স । এই তিনের সহযোগিতায় কেশপুরের বিভিন্ন প্রান্তে মানুষকে কোরোনা নিয়ে সচেতন করছেন মশাল ।
মশালের ভালো নাম শেখ মোসলেম আলি । কেশপুরের মুগবসান অঞ্চলের কুচিয়াড়া গ্রামের বাসিন্দা । মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা করেন । পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্যও । বিবি উপ স্বাস্থ্যকেন্দ্রের কর্মী । দুই মেয়ে রয়েছে তাঁদের । তারা পড়াশোনা করছে ।