পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chandrakona River Drowning : চন্দ্রকোনায় শিলাবতী নদীতে ডুবে মৃত যুবক - Man drowned shilabati river in chandrakona

নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্য়ু হল এক যুবকের (Chandrakona River Drowning) ৷ মৃতের নাম সৌম্যদ্বীপ প্রামাণিক ৷ যদিও ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ ৷

Chandrakona River Drowning news
জলে ডুবে মৃত্য়ু হল যুবকের

By

Published : May 22, 2022, 2:30 PM IST

চন্দ্রকোনা, 22 মে : মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন যুবক । পরে দেহ উদ্ধার হল নদী থেকে (Chandrakona River Drowning) । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । যদিও ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন । মৃতের নাম সৌম্যদ্বীপ প্রামাণিক (24) ৷

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নং ব্লকের ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামের যুবক সৌম্যদ্বীপ প্রামাণিকের মৃতদেহ উদ্ধার হয় রবিবার সকালে শিলাবতী নদী থেকে ।

জলে ডুবে মৃত্য়ু হল যুবকের

আরও পড়ুন :Hooghly River Drowning : হুগলিতে বিচ্ছিন্ন ঘটনায় জলে ডুবে মৃত 2

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ সৌম্যদ্বীপ তাঁর দুই বন্ধুর সঙ্গে বাড়ির সামনেই শিলাবতী নদীতে মাছ ধরতে যান ৷ রাতে দুই বন্ধু ফিরে এলেও সৌম্যদ্বীপকে বাড়ি ফেরার কথা বললেও সে আরও কিছুক্ষণ মাছ ধরার নেশায় একাই রয়ে যান ।দুই বন্ধু বাড়ি ফিরলেও সৌম্যদ্বীপ বাড়ি না ফেরার রাতে খোঁজাখুঁজি শুরু হয় ৷ পরে রবিবার সকালে চৈতন্যপুর-সহ আশপাশের এলাকার মানুষ শিলাবতী নদীতে খোঁজ চালালে জলে সৌম্যদ্বীপের দেহ ভাসতে দেখা যায় ।

ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details