কেশিয়াড়ি, 20 জুলাই : বর্ষা আসতেই নিকাশি সমস্যায় জেরবার কেশিয়াড়ি । অল্প বৃষ্টিতেই জল জমে একাকার । দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় ময়লা জমে একাকার । ফলে জল জমছে যত্রতত্র । এছাড়াও এলাকায় প্লাস্টিক ব্যবহারের বৃদ্ধি জল জমার সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে । কেশিয়াড়ি বাসস্ট্যান্ডের অবস্থা সবচেয়ে খারাপ । অল্প বৃষ্টিতেই নর্দমা উপচে নোংরা জল জমে থাকছে বাসস্ট্যান্ডে । প্রতিদিন ওই নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে কেশিয়াড়ির বাসিন্দাদের । পাল্লা দিয়ে বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ । জমা জলে দ্রুত বংশবৃদ্ধি করছে মশা । ফলে ডেঙ্গি, এনসেফ্যালাইটিসের মত মশাবাহিত রোগের আতঙ্কও ক্রমশ বাড়ছে কেশিয়াড়িতে ।
"আমি নর্দমা, আমায় বাঁচান-আপনারাও বাঁচবেন" ! - medinipore
নিয়মিত পরিষ্কার হয় না নর্দমা । জল জমে বাড়ছে রোগের প্রকোপ । আতঙ্ক বাড়ছে মশাবাহিত রোগের । প্রশাসনের টনক নড়াতে নর্দমা সেজে অভিনব প্রতিবাদে কেশিয়ারির ব্যবসায়ী তপন দাসের ।
বারবার প্রশাসনিক কর্তাদের জানিয়েও সুরাহা হয়নি । এবার তাই অভিনব প্রতিবাদে রাস্তায় নামলেন কেশিয়াড়ির ব্যবসায়ী তপন দাস । গায়ে নোংরা মেখে প্রতীকী নর্দমা সেজে কেশিয়াড়ি চষে ফেলেছেন তপনবাবু । মাইকে ঘোষণা করে সাধারণ মানুষকে নর্দমা পরিষ্কার রাখার গুরুত্ব বোঝানোর পাশাপাশি স্থানীয় সাংসদ, বিধায়ক, BDO-সহ সমস্ত রাজনৈতিক দলের কাছে অবিলম্বে নর্দমা পরিষ্কারের আবেদন জানাচ্ছেন । সেই সঙ্গে নর্দমার বয়ানে লিফলেটও ছাপিয়েছেন । কেশিয়াড়ি ঘুরে ঘুরে বিলি করছেন সেই লিফলেট ।
নর্দমার বয়ানে তপন দাস লিখেছেন, "আমি কেশিয়াড়ির নর্দমা বলছি ! মাননীয়, MP সাহেব, MLA সাহেব, BDO সাহেব, IC সাহেব, প্রধান সাহেবা, ব্যবসায়ী সংগঠন, সমস্ত রাজনৈতিক নেতৃত্বের কাছে আমার বিনীত আবেদন, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আবর্জনা মুক্ত করুন , কারণ ডেঙ্গি সহ অন্যান্য পোকামাকড় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ! তাছাড়া খুব তাড়াতাড়ি ডেঙ্গি দ্বারা কেশিয়াড়িবাসী আক্রান্ত হওয়ার সময় হয়েছে । আমার আর আবর্জনা বহন করার ক্ষমতা নেই , তাই আমিও ভেঙেচুরে একাকার । তাছাড়া আমার কাছে জমে থাকা নোংরা জল পেরিয়ে আপনারা বাড়ি প্রবেশ করছেন । অতএব, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মুক্ত করুন । আমি কথা দিচ্ছি, দিবারাত্রি পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকব ।"