পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhargram Forgery Case: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর 20 লাখ টাকা প্রতারণা, চাকদহে গ্রেফতার যুবক - West Midnapore news

বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর (West Midnapore news) প্রলোভন দেখিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কাছ থেকে 20 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তি (Jhargram Forgery Case)৷ চাকদহ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে (Man arrested at Nadia)৷

Man arrested at Nadia in Jhargram Forgery Case
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর 20 লাখ প্রতারণা, চাকদহে গ্রেফতার যুবক

By

Published : Oct 9, 2022, 7:38 PM IST

ঝাড়গ্রাম, 9 অক্টোবর: বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রলোভন (West Midnapore news) দেখিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ৷ ঘটনার তিন বছর পর এক যুবককে নদিয়া জেলার চাকদহ থানার গৌরীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম অভিজিৎ দে (36)। ধৃতের বাড়ি গৌরীপুর গ্রামে (Jhargram Forgery Case)। ধৃতকে রবিবার ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন (Man arrested at Nadia)।

জানা গিয়েছে, সাঁকরাইল থানার রগড়া এলাকার বাসিন্দা অসিতকুমার পাত্র সেটেলমেন্ট অফিসের অবসরপ্রাপ্ত রাজস্ব পরিদর্শক । গত 2018 সালের ফেব্রুয়ারি মাসে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে ৷ সেই ফোনেই বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হয় তাঁকে । তাতে রাজি হয়ে যান অসিত । এর বিনিময়ে তাঁকে লক্ষাধিক টাকা ও চাকরি দেওয়ার প্রলোভন দেওয়া হয় । তাতেই তিনি রাজি হয়ে যান ।

ফোনে আসা নির্দেশ অনুযায়ী প্রথমে ‘প্রসেসিং ফি’ বাবদ নগদ 2 লক্ষ 80 হাজার টাকা মেচেদা ও হাওড়া স্টেশনে গিয়ে দেন তিনি । তারপর দফায় দফায় বিভিন্ন অজুহাত দেখিয়ে এক বছর ধরে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ । অসিতের দাবি, সব মিলিয়ে 20 লক্ষ 19 হাজার 998টাকা নেওয়া হয়েছে তাঁর থেকে । বাকি টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেন তিনি ।

আরও পড়ুন:চাকরির লোভ দেখিয়ে পাচার থাইল্যান্ড হয়ে মায়ানমার, সরকারি উদ্যোগে চেন্নাই ফিরলেন 13 প্রতারিত

বিপুল টাকা চলে যাওয়ার পর অসিত বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । 2019 সালে 9 সেপ্টেম্বর সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানান তিনি । তারপরই পুলিশ তদন্তে নামে । ফোন ট্যাপের মাধ্যমে পুলিশ অভিজিৎ দে-কে শনিবার চাকদহ থেকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে । অভিজিৎ প্রতারণা চক্রের সঙ্গে কাজ করত । তাই ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে ।

ABOUT THE AUTHOR

...view details