পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Arrested for Threatening: জঙ্গি সংগঠনের নাম করে ব্যবসায়ীদের হুমকি, ধৃত যুবক - হুমকি চিঠি পাঠিয়ে ধৃত যুবক

জঙ্গি সংগঠনের নাম করে ক্ষীরপাইয়ে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত প্রসেনজিৎ বৈরাগী ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
ধৃত অভিযুক্ত

By

Published : Mar 31, 2023, 10:01 PM IST

ক্ষীরপাই, 31 মার্চ: জঙ্গি সংগঠনের নাম করে বাড়ি বাড়ি হুমকি চিঠি দেওয়া হয়েছে ৷ তাতেই লেখা রয়েছে লক্ষ লক্ষ টাকা না দিলে পরিবারের সদস্যদের অপহরণ করা হবে । এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌর এলাকার বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে । এই হুমকি চিঠিতেই আতঙ্ক ছড়িয়েছে ৷ ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম প্রসেনজিৎ বৈরাগী ৷ শুক্রবার তার 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

জঙ্গি সংগঠনের নাম করে ব্যবসায়ীদের হুমকি চিঠি পাঠানোর এই ঘটনার খবর পেয়েই তৎপর হয় পুলিশ-প্রশাসন । শুরু হয় তদন্ত ৷ তারপরই প্রসেনজিৎ বৈরাগী নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ । সে ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে । প্রায় তিন বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে ক্ষীরপাই শহরের হালদারদিঘিতে থাকত পেশায় হকার এই যুবক ৷

তদন্তকারীরা জানিয়েছেন, আর্থিক সংকটে পড়ার কারণেই রাতের বেলা সাদা কাপড় গায়ে দিয়ে মুখ ঢেকে ক্ষীরপাই শহরের একাধিক ব্যবসায়ীর বাড়ির উঠানে হুমকি চিঠি পৌঁছে দিয়ে আসত ধৃত যুবক । গত 26 তারিখে এই মর্মে বেশ কয়েকজন ব্যবসায়ী ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন । বুধবার রাতে প্রসেনজিৎ বৈরাগী যখন ওই হুমকি চিঠি অন্য এক ব্যক্তির বাড়িতে রাখতে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ ৷ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় ৷ ধৃত নিজের দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে ৷ শুক্রবার প্রসেনজিৎকে তোলা হয় ঘাটাল মহকুমা আদালতে ।

এই বিষয়ে ক্ষীরপাইয়ের এক ব্যবসায়ী অরূপ পাল বলেন,"হুমকি চিঠি আমার বাড়িতে এসেছিল । মোট 15 লক্ষ টাকা দাবি করা হয় সেই চিঠিতে । আতঙ্কিত হয়ে পুরো বিষয়টি পুলিশকে জানাই ।" এলাকাবাসীর দাবি, ক্ষীরপাইয়ে বহু অপরিচিত লোক এসে বসবাস শুরু করছে, তাদের পরিচয় কেউ জানে না । এই বিষয়ে পুলিশকে আরও তৎপর হতে বলেছেন স্থানীয়রা ৷

আরও পড়ুন: অনলাইনে ছুরি অর্ডার করে বাবাকে খুন করল ছেলে

ABOUT THE AUTHOR

...view details