পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: পাঁচ জেলার 10 হাজার প্রার্থীর চাকরি, কর্ম মেলায় নিয়োগের শংসাপত্র দেবেন মুখ্যমন্ত্রী - কর্ম মেলা

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়্গপুর (Kharagpur) শিল্পতালুকে (Industrial Park) আয়োজিত 'কর্ম মেলা'র (Job Fair) মঞ্চ থেকে পাঁচ জেলার চাকরি প্রাপকদের হাতে নিয়োগের শংসাপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷

Mamata Banerjee will distribute job certificate at Kharagpur Programme
Mamata Banerjee: পাঁচ জেলার 10 হাজার প্রার্থীর চাকরি, কর্ম মেলায় নিয়োগের শংসাপত্র দেবেন মুখ্যমন্ত্রী

By

Published : Sep 15, 2022, 12:51 PM IST

খড়্গপুর, 15 সেপ্টেম্বর: সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই পাঁচ জেলার চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হবে নিয়োগের শংসাপত্র ৷ তাঁদের হাতে সেই শংসাপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এই উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়্গপুরের (Kharagpur) শিল্পতালুকে (Industrial Park) একটি বিশেষ সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টোয় ৷ সেই উপলক্ষে সকাল থেকেই রয়েছে সাজো সাজো রব ৷ অনুষ্ঠানস্থল ঘিরে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী ৷

উল্লেখ্য, চারদিনের জেলা সফরে গত সোমবার পশ্চিম মেদিনীপুর পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ পূর্ব ঘোষিত সূচি অনুসারেই বৃহস্পতিবার খড়্গপুরের শিল্পতালুকে 'কর্ম মেলা'র (Job Fair) আয়োজন করা হয় ৷ তাতে অংশ নিচ্ছে মোট পাঁচটি জেলা ৷ এগুলির মধ্যে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ছাড়াও থাকছে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া ৷ ইতিমধ্য়েই এই পাঁচ জেলার 10 হাজার প্রার্থী চাকরি পেয়েছেন ৷ তাঁদেরই কয়েকজন প্রতিনিধি এদিনের কর্ম মেলায় উপস্থিত থাকবেন ৷ সেই চাকরি প্রাপকদের হাতে নিয়োগের শংসাপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী ৷ বাকিরা শংসাপত্র সংগ্রহ করবেন সংশ্লিষ্ট দফতর থেকে ৷

আরও পড়ুন:চারদিনের জেলা সফরে মেদিনীপুর পৌঁছলেন মমতা

এদিনের এই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই 'টাটা মেটালিক্স'-এর 600 কোটি টাকার একটি সম্প্রসারিত প্ল্যান্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ সেইসঙ্গে, গনগনিতে বিশেষ পর্যটনকেন্দ্রেরও উদ্বোধন করবেন তিনি ৷ এই প্রকল্প রূপায়নে খরচ হয়েছে প্রায় 3 কোটি 50 লক্ষ টাকা ৷ পাশাপাশি, এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই কৃষি ও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সরকারি অনুদান-সহ বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হবে ৷ অনুষ্ঠান শেষে এদিনই কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী ৷

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উপস্থিত থাকতে পারেন বিধায়ক জুন মালিয়া ও মন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷ এছাড়াও শিউলি সাহা, মানসরঞ্জন ভুঁইয়া, সুজয় হাজরা প্রমুখের উপস্থিত থাকার কথা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details