পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: মেদিনীপুরের হাসপাতালে মমতা, বালোসোর দুর্ঘটনায় পীড়িতদের সাহায্যের আশ্বাস

মঙ্গলবার ওড়িশা থেকে ফিরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 6, 2023, 8:01 PM IST

মেদিনীপুরের হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

মেদিনীপুর, 6 জুন:ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন ভুবনেশ্বর ও কটকের হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে আহতদের সঙ্গে দেখা করে তিনি মেদিনীপুরে আসেন ৷ কথা বলেন আহতদের সঙ্গে ৷ চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি ৷

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়াও ৷ আহতদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ফল তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ দেন পাশে থাকার আশ্বাস ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান এই হাসপাতালে বিহারেরও কয়েকজন চিকিৎসাধীন আছেন ৷ এই ভয়াবহ দুর্ঘটনার পর রাজ্যের যাত্রীদের উদ্ধারে ও আহতদের ফিরিয়ে আনতে পশ্চিম মেদিনীপুরের প্রশাসন যেভাবে কাজ করেছে তার প্রশংসা এদিন করেন মুখ্যমন্ত্রী ৷ বিশেষ করে তিনি জেলার অতিরিক্ত জেলাশাসকের ভূয়সী প্রশংসা করেন ।

এরপর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই দুর্ঘটনার পর আমরা অতি তৎপরতার সঙ্গে আহত এবং নিহতদের নিয়ে আসতে পেরেছি এখানে । দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে বুধবার এককালীন পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে ৷ তিনি আরও জানান, গুরুতর আহতদের 1 লক্ষ টাকা, তার থেকে অল্প আহতদের 50 হাজার টাকা এবং সামান্য আহতদের রাজ্যের তরফে 25 হাজার টাকা করে সাহায্য করা হবে ৷ এরই সঙ্গে রাজ্যের যাঁরা ওই দুর্ঘটনার পর ফিরে এসেছেন কিন্তু আতঙ্কে আছেন তাঁদেরকেও এককালীন 10 হাজার টাকা করে সাহায্য করা হবে ৷ এছাড়াও আগামী 3 মাস তাঁদের দু'হাজার টাকা করে দেওয়া হবে ৷

আরও পড়ুন: সত্য সামনে আসুক, যেন ধামাচাপা না দেওয়া হয়; কটকে বললেন মমতা

মৃতদের পরিবারের একজন সদস্যকে হোমগার্ডে চাকরি দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এমনকি এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাঁদের অঙ্গচ্ছেদ হয়েছে তাঁদেরও পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে তিনি জানান ৷ উল্লেখ্য, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট 278 জনের মৃত্যু হয়েছে ৷ যাঁদের মধ্যে এ রাজ্যেরই 103 জন ৷

ABOUT THE AUTHOR

...view details