পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: 4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছবে বাংলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর - টাটা মেটালিক্স

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ সেখানেই তিনি জানান, 4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছবে বাংলা ৷

Mamata Banerjee says Bengal will be no 1 in creation of jobs in 4-5 years
Mamata Banerjee: 4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছাবে বাংলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

By

Published : Sep 15, 2022, 6:57 PM IST

Updated : Sep 15, 2022, 7:35 PM IST

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 15 সেপ্টেম্বর: কর্মসংস্থান (Creation of Jobs) তৈরিতে সারা দেশে এক নম্বরে স্থানে যেতে চায় বাংলা ৷ এটাই এখন সরকারের লক্ষ্য ৷ আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এই লক্ষ্যে পৌঁছতে চায় পশ্চিমবঙ্গ ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

মুখ্যমন্ত্রী এদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ উৎকর্ষ বাংলা প্রকল্পে যাঁরা স্কিল ডেভেলপমেন্ট (Skill Development) প্রকল্পে অংশ নিয়েছিলেন, তাঁদের শংসাপত্র ও চাকরির অফার লেটার দেওয়া হল ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে প্রশিক্ষণের জন্য বাংলায় গত কয়েক বছরে পলিটেকনিক প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘প্রায় 400-র মতো আইটিআই (ITI) ও পলিটেকনিক কলেজ নতুন করে তৈরি করা হয়েছে এই বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য । আমাদের উৎকর্ষ পোর্টালের মাধ্যমে চাকরি প্রার্থী ও চাকরি দেওয়া কোম্পানিগুলোর মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া হবে ।’’

4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছবে বাংলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর-সহ প্রায় পাঁচটি জেলার 19টি প্রকল্পের কথা তিনি তুলে ধরেন ৷ এরই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বিশেষ পর্যটন কেন্দ্র গণগণির উদ্বোধন করেন তিনি ।

প্রসঙ্গত, অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি জানান, বাংলায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা মেটালিক্সের (Tata Metaliks) ৷ সেখানে 1 হাজার চাকরি হবে ৷

এছাড়াও তিনি জানান, স্কিল ট্রেনিংয়ে বাংলা এক নম্বরে ৷ আগামিদিনে 89 হাজার শিক্ষক নিয়োগ হবে ৷ লেদার ইন্ডাস্ট্রিতে আড়াই লক্ষ চাকরি পেয়েছে ৷ দেউচা পাচামিতে 1 লক্ষ চাকরি হবে ৷

কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি জানান, সারা ভারতে বেকারত্ব বেড়েছে, বাংলায় কমেছে ৷ বাংলায় 40 শতাংশ চাকরি বেড়েছে ৷ তাঁর কথায়, ‘‘আমরা চুপচাপ করি বলে কেউ জানতে পারে না ৷’’

আরও পড়ুন :প্রকল্প রূপায়ণে বাংলা এক নম্বরে বলেই টাকা আটকে রেখেছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Last Updated : Sep 15, 2022, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details