পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee in Administrative review Meeting : জেলা পরিষদ সভাধিপতির উপর ক্ষুব্ধ মমতা, পদ থেকে সরানোর হুঁশিয়ারি - Mamata Banerjee in Administrative review Meeting of Paschim Medinipur

গড়বেতায় বেআইনিভাবে জঙ্গলের গাছ কাটার যে অভিযোগ উঠেছে মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে (Mamata Banerjee in Administrative review Meeting of Paschim Medinipur) তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee in paschim medinipur
জেলা পরিষদ সভাধিপতির উপর ক্ষুব্ধ মমতা

By

Published : May 17, 2022, 8:00 PM IST

মেদিনীপুর, 17 মে : মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে এসে জেলা পরিষদ সভাধিপতি তথা গড়বেতার বিধায়ক উত্তরা সিং হাজরাকে কড়া ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee is angry on Paschim Medinipur Zila Parishad Sabhadhipati) ৷ না শোধরালে উত্তরা সিং হাজরাকে জেলা পরিষদের পদ থেকে তিনি সরিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা এদিন জানান, জেলা পরিষদ সভাধিপতির বিরুদ্ধে তাঁর কাছেও একাধিক অভিযোগ জমা পড়েছে ৷

এদিনের সভায় মুখ্যমন্ত্রী উত্তরা সিং হাজরার উদ্দেশ্যে বলেন, "উত্তরা তোমার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে ৷ তুমি ঠিক মতো কাজ কর, একমাস সময় দিচ্ছি ৷ তার মধ্যে যদি না শোধরাও আমি তাহলে জেলা পরিষদ পাল্টে দেব ৷" সরকারের টাকা জেলা পরিষদকে সমবন্টন করতে হবে বলেও এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এখনও কেন জেলা পরিষদে দু'জন কর্মাধ্যক্ষ নিয়োগ হল না, মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের মুখেও পড়তে হয় উত্তরা সিং হাজরাকে ৷

জেলা পরিষদ সভাধিপতির উপর ক্ষুব্ধ মমতা

আরও পড়ুন : আরএসএস প্রধানকে মিষ্টি খাওয়ানোর পরামর্শ মমতার

গড়বেতায় বেআইনিভাবে জঙ্গলের গাছ কাটার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন পুলিশ, বন দফতরের যারাই এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ বালি পাচার, মাটি কাটা বন্ধ হয়েছে কি না এদিন জেলা পুলিশের থেকে সেই খোঁজও নেন মুখ্যমন্ত্রী ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details