ঝাড়গ্রাম, 9 অগস্ট: বিজেপি কেন্দ্রের গদি ছাড়ো ৷ ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ঝাড়গ্রাম থেকে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনা 'কুইট ইন্ডিয়া' প্রসঙ্গকেও এ দিন একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
বিরোধীদের জোট ইন্ডিয়ার জন্মের পর থেকেই এই জোটকে আক্রমণের জন্য মহাত্মা গান্ধির 'কুইট ইন্ডিয়া' স্লোগানকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত কয়েকদিন ধরেই বারবার তাঁর মুখে একই কথা শোনা যাচ্ছে ৷ তিনি বলেন, "যেভাবে মহাত্মা গান্ধি বলেছিলেন কুইট ইন্ডিয়া, আজ স্লোগান হওয়া উচিত দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারতন্ত্র ভারত ছাড়ো, তোষণের রাজনীতি ভারত ছাড়ো ৷ কুইট ইন্ডিয়াই দেশকে রক্ষা করবে এবং আমাদের দেশকে উন্নত করবে ৷" বুধবার ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতেও মোদির গলায় শোনা যায় সেই একই কটাক্ষের বাণী ৷
তাঁর নাম না করলেও ঝাড়গ্রাম থেকে যেন প্রধানমন্ত্রীর সেই কটাক্ষেরই পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এ দিন বলেন, "ওরা বলছে কুইট ইন্ডিয়া ৷ আমাদের তাড়াবার দরকার নেই ৷ আমি এ দেশের লোক ৷ ওটা একটা আন্দোলন ৷ ওরা গান্ধিজিকে ভুলে গিয়েছে ৷ গান্ধিজি বলেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো ৷ এটা তাঁর স্বপ্ন ছিল ৷ ইংরেজদের ভারত ছাড়া করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা ৷ আমরা স্বাধীনতা চেয়েছিলাম ৷"
মুখ্যমন্ত্রী এ দিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে বলেন, "আমাদের একটাই দুঃখ । কেন্দ্রে এমন একটা সরকার চলছে, যারা 100 দিনের কাজের টাকা দেয় না । আমাদের 7 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, দিচ্ছে না । গরিব লোকেদের ওরা ভাতে মারার চেষ্টা করছে । কোনও সরকারি প্রকল্পের রাস্তা করে দিচ্ছে না । আমরা নিজেদের টাকা দিয়ে উন্নয়ন করছি । রাস্তা করছি ৷ এ বার 100 দিনের কাজও করব ৷ খেলা হবে ৷"