ডেবরা, 8 নভেম্বর : জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গতকাল ডেবরায় আসেন তৃণমূল নেতা মদন মিত্র ৷ পুজোর উদ্বোধনের মঞ্চ থেকেই বর্তমানে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ BJP-কে আক্রমণ করেন তিনি ৷ পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের তুলনা টানতে গিয়ে বিতর্কে জড়ালেন ৷ মদন মিত্র বলেন, "কাজি নজরুল ইসলাম সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বেশি বিখ্যাত ছিলেন ৷ কারণ তিনি বেশি উলটো পালটা বকতেন ৷ পাগলের প্রলাপ বকতেন তিনি ৷ রবীন্দ্রনাথ ঠাকুর যদি কাজি নজরুল ইসলামের মতো যেখানে সেখানে উলটো পালটা কথা বলতেন, তাহলে হয়ত কোনওদিনই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না ৷ তিনি কাজি নজরুল ইসলাম হতেন ৷"
পাগলের প্রলাপ বকতেন কাজি নজরুল ইসলাম : মদন মিত্র - ডেবরায় মদন মিত্র
"আমাদের রাজ্যের রাজ্যপালের অবশ্যই তাঁর নিজস্ব কথা বলার অধিকার থাকবে ৷ কিন্তু একজন 72 বছরের লোকের মধ্যে যদি শিশুসুলভ আচরণ প্রকাশ পায়, যদি ছোট্ট একটি শিশু তার মধ্যে খুঁজে পাই, তাহলে আমাদের একটা নতুন করে চিন্তাভাবনা অবশ্যই করতে হবে ৷" বৃহস্পতিবার ডেবরায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে এমনই বললেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র ৷
পাশাপাশি BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করতেও ছাড়েননি মদন মিত্র ৷ তিনি বলেন, "এখন হচ্ছে ভুলভাল কথা বলার যুগ ৷ নাম বলব না ৷ উনি রাজ্য সভাপতি ৷ উনি এসব ভুলভাল বলে বিখ্যাত হতে চাইছেন ৷" প্রসঙ্গত দিলীপ ঘোষ সম্প্রতি 'গোরুর কুঁজ থেকে সোনা বেরোনো' সংক্রান্ত একটি মন্তব্য করেছিলেন ৷ BJP-র উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুড়ে দেন মদন মিত্র ৷ বলেন, তিনি কোনও মেগাস্টার বা সুপারস্টার নন ৷ তিনি এখানকার আদি লোক ৷ 24 ঘণ্টার মধ্যে ডেবরা বাজারে সভা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন BJP-র দিকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই সভায় BJP-র থেকে বেশি জমায়েত হবে বলে দাবি করেন তিনি ৷
প্রাক্তন পরিবহন মন্ত্রীর গতকালের নিশানায় ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ তিনি বলেন, "আমাদের রাজ্যের রাজ্যপালের অবশ্যই তাঁর নিজস্ব কথা বলার অধিকার থাকবে ৷ কিন্তু একজন 72 বছরের লোকের মধ্যে যদি শিশুসুলভ আচরণ প্রকাশ পায়, যদি ছোট্ট একটি শিশু তার মধ্যে খুঁজে পাই, তাহলে আমাদের একটা নতুন করে চিন্তাভাবনা অবশ্যই করতে হবে ৷"