বেলদা, ২৩ মার্চ : বেলদা-কাঁথি রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল দীঘাগামী যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছে ২০ জন।
বেলদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, আহত ২০
বেলদা-কাঁথি রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দীঘাগামী যাত্রীবোঝাই বাসের।
আজ সকালে দুর্ঘটনাটি ঘটে বেলদা থানার বিবেকানন্দ মোড়ে। বাসটি গোপীবল্লভপুর থেকে আসছিল। এক বাসযাত্রী বলেন, " ঠাকুরচক পেরিয়ে খাকুড়দা যাওয়ার মুখে প্রায় ২ কিমি রাস্তা ধরে বাসের মধ্যে ঝাঁকুনি অনুভব হচ্ছিল। আমরা বারবার বাস থামানোর কথা বললেও তা শোনেনি চালক। এরপরই রাস্তা ছেড়ে বাস নিচের দিকে নামতে থাকায় আতঙ্কিত হয়ে পড়ি। তারপরই ছিটকে পড়ি বাসের মধ্যে।"
এরপরই সেখানে আসেন এলাকার বাসিন্দারা। আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। দুর্ঘটনার পরই বাসের চালক পালিয়ে যায়। বাসটিকে আটক করেছে বেলদা থানার পুলিশ।