বার্জ টাউন (পশ্চিম মেদিনীপুর), 17 জুলাই : আজকের মেদিনীপুর শহরের 6 নম্বর ওয়ার্ড ৷ নাম বার্জ টাউন ৷ কিন্তু এই বার্জ কে ? বার্নার্ড ই জে বার্জ ছিলেন কুখ্যাত ইংরেজ জেলাশাসক ৷ এলাকার মানুষ চাইছেন, তাঁদের ঠিকানা থেকে মুছে যাক সেই কলঙ্কিত নাম ৷
1933-এর 2 সেপ্টেম্বরে বার্জকে মেদিনীপুর কলেজ মাঠে ফুটবলের আসরে নিকেশ করেন বিপ্লবী অনাথবন্ধু পাঁজা ও মৃগেন্দ্রনাথ দত্ত ৷ ঘটনার পর পলাতক হন অনাথবন্ধু ও মৃগেন্দ্রনাথ ৷ ঘটনায় ষড়যন্ত্রের মামলা হয় বিপ্লবী ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ, নন্দদুলাল সিং, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন ও সনাতন রায়ের বিরুদ্ধে ৷ বিচারে ফাঁসি হয় ব্রজকিশোর, রামকৃষ্ণ ও নির্মলজীবনের ৷ নন্দদুলাল, কামাখ্যা, সুকুমার, সনাতনের হয় যাবজ্জীবন দ্বীপান্তর ৷
বার্জ টাউন মানেই এই ইতিহাস। ফলে নিজেদের ঠিকানা থেকে কলঙ্কের বার্জ শব্দটি মুছে ফেলতে চান এলাকাবাসী ৷ তাঁরা চান বরং শহিদ নগর হোক নতুন নাম ৷ যদিও নাম বদলের অনেক চেষ্ট করেও কাজের কাজ হয়নি ৷ প্রশাসনের হেলদোল নেই ৷ আক্ষেপ স্থানীয় বাসিন্দাদের গলায় ৷
স্থানীয় বাসিন্দা দুর্গাপদ চক্রবর্তী বলেন, "কুখ্যাত ইংরেজ চলে গেলেও আমরা তাদের চিহ্ন এখনও বয়ে চলেছি । বছর তিন আগে আবেদন-নিবেদন করেছিলাম জেলা প্রশাসনের কাছে ৷ তারপরেও কোনও এক অজ্ঞাত কারণে নাম বদল হয়নি ।"