পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Aadhar Card : আঁধার থাকতে লাইনে আবাল-বৃদ্ধ-বনিতা, উদ্দেশ্য আধার কার্ড - medinipur

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তি না হলে মিলবে না রেশন ৷ তাই আধার কার্ডের ডাকঘরের সামনে জন্য দীর্ঘ লাইনে জড়ো হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষ ৷ রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে, কোভিড, নাইট কার্ফু শিকেয় তুলে ৷

আধার কার্ডের জন্য রাত থেকে লাইনে গ্রাহকেরা
আধার কার্ডের জন্য রাত থেকে লাইনে গ্রাহকেরা

By

Published : Sep 11, 2021, 12:11 PM IST

মেদিনীপুর, 11 সেপ্টেম্বর : রাত থাকতেই লাইনে দাঁড়িয়েছেন মানুষ ৷ রাত যত গড়িয়েছে, লাইনও তত দীর্ঘ হয়েছে ৷ হ্যাঁ এমন দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত মেদিনীপুর প্রধান ডাকঘরের তালাবন্ধ লোহার গেটের সামনে ৷ এভাবেই সবাই রাত কাটাবেন এখানে ৷ মহিলা-পুরুষ নির্বিশেষে ৷ এমনকি রয়েছেন প্রবীণ, বাচ্চা কোলে মাও ৷ কিছু করার নেই, এরকম ভাবে আগের দিন রাতে লাইনে না দাঁড়ালে পরের দিন সকাল 10 টায় পোস্ট অফিস খুললে নাও মিলতে পারে আধার কার্ড ৷ জানালেন আধার কার্ডের আশায় জড়ো হওয়া একাধিক গ্রাহক ৷

আধার কার্ডের সমস্যা এখনও আঁধারে ৷ সঙ্গে চলছে নাইট কারফিউ ৷ তাই পুলিশি হয়রানি উপেক্ষা করে ঝড়-বৃষ্টি নিয়েই এ ভাবে লাইন দিতে বাধ্য হচ্ছেন গ্রাহকেরা । সকালে পোস্ট অফিস খুললে বরাদ্দ নতুন 40টির কার্ডের মধ্যে যদি কোনও ভাবে নিজের নাম নথিভুক্ত করা যায় ৷ আর এই জেলায় জনসংখ্যা প্রায় 45 লক্ষ ৷ মেদিনীপুর পৌরসভার 25 টি ওয়ার্ড এবং বিভিন্ন পঞ্চায়েত এলাকা ৷ তাই সব মিলিয়ে নিজের নামে আধার কার্ড পাওয়াটা সহজ নয় মোটেই ৷ তাই বেশ কয়েকদিন ধরে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন, লাইন দিচ্ছেন রাতভোর ৷

বর্তমানে রাজ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ চলছে ৷ এই সংযুক্তিকরণ না হলে রেশন দ্রব্য মিলবে না ৷ ফলে দিন আনা দিন খাওয়া মানুষকে রেশন না পেয়ে অনাহারে কাটাতে হবে ৷ তাই এমন মূল্য চোকাতে হচ্ছে ।

আরও পড়ুন : Duare BDO : চন্দ্রকোণায় ফর্ম হাতে হতদরিদ্র পরিবারের দুয়ারে বিডিও

এদিন কোতোয়ালির অন্তর্গত হাতিহলকা বিশ্রি পাট থেকে একরত্তি বাচ্চাকে নিয়ে হাজির হন জাহানারা বিবি, দিলজান বিবিরা । রাত সাড়ে এগারোটায় গাড়ি ভাড়া করে চলে আসেন আধার কার্ডের জন্য লাইন দিতে ৷ সঙ্গে পুঁটুলিতে বাঁধা কিছু খাবার, আর এক বোতল জল ৷ তিনি জানান সকালে এসে লাইন দিলে পাওয়া যাবে না আধার কার্ড ৷ ফলে রেশন থেকে বঞ্চিত হতে হবে ৷ তাই রাত থেকেই লাইন দিয়েছেন তাঁরা ।

একই অভিযোগ সুকুমার দত্ত, শেখ মহম্মদ ইখলাসের । তাঁরা জানান, গত কয়েকদিন ধরে আধার কার্ডের জন্য সকালে এসে লাইন দেওয়ায় উদ্দেশ্য সফল হয়নি । কারণ বরাদ্দ রয়েছে মাত্র 40 টি নতুন আধার কার্ড । তাই রাতে খাবার-দাবার, জলের বোতল নিয়ে হাজির হয়েছেন তাঁরা ৷ আবার রাতে নাইট কারফিউ চলায় পুলিশ এসে হুমকি দিয়ে যেতে পারে ৷ রয়েছে ঝড়, জল ৷

ছোট বাচ্চাকে নিয়ে হাজির মিয়াবাজারের জ্যোৎস্না মাহালি ৷ তিনি বলেন, "আধার কার্ড প্রথমে করেছিলাম ৷ সেটা বাতিল হয়ে গিয়েছে । তাই নতুন করে লাইন দিয়েছি ৷ যাতে সকালে কার্ডের নাম নথিভুক্ত করতে পারি ৷"

আধার কার্ড পেতে রাতে এসে লাইন দিয়েছেন প্রধান ডাকঘরের সামনে, যদি ভাগ্যে জোটে

আরও পড়ুন :Mamata Banerjee : দুয়ারে সরকারে অংশ নিয়েছেন 3 কোটি মানুষ, টুইটে উচ্ছ্বসিত মমতা

এদিকে এই ঘটনায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছে বর্তমান শাসকদল । তৃণমূল প্রাক্তন যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, "কেন্দ্রীয় সরকারের দূরদৃষ্টির অভাবে সাধারণ মানুষগুলোকে আজ রাতের অন্ধকারে পড়ে থাকতে হচ্ছে । এখন সেই সব বিজেপি নেতারা দেখতে পান না, যাঁরা ভোটের সময় বড় বড় ভাষণ দিয়েছিলেন ৷ বলেছিলেন যে তাঁরা ক্ষমতায় এলেই সবকিছু ঘরে ঘরে পৌঁছে দেবেন । আমাদের দিদি বর্তমানে দুয়ারে সরকার করে সমস্ত চালডাল পৌঁছে দিচ্ছেন ৷ সমস্ত কাজকর্ম করে দিচ্ছেন ৷ কিন্তু কেন্দ্র সরকারের এই ভ্রান্ত আধার নীতির ফলে সাধারণ মানুষ ভুগছেন । তাই আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি ৷"

যদিও এই আধারকার্ড করা নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে । কারণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে পোস্ট অফিসগুলোকে ৷ তবে এই 40টি নতুন কার্ডের থেকে বরাদ্দ বেশি হলে, হয়তো অনেকটা সমস্যার সমাধান হতো । জানা গিয়েছে, এক্ষেত্রে 40টির জায়গায় বর্তমানে 60 টি নতুন আধার কার্ড করতে রাজি হয়েছে পোস্ট অফিস । তবে পরিমাণ আরও বাড়ালে এবং আধার কার্ড করার কেন্দ্রের সংখ্যা বাড়ালে এই হয়রানি থেকে রেহাই মিলত জনসাধারণের ৷

ABOUT THE AUTHOR

...view details