পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chandrakona Flood : বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও বাঁধ পরিদর্শনে গেলেন না মন্ত্রী, হতাশ এলাকাবাসী - চন্দ্রকোণা বন্যা পরিস্থিতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ম্যান মেড' বন্যার তত্বকে সমর্থন করেও সেচ মন্ত্রী জানান, তাঁর দফতর তৎপরতার সঙ্গে পরিস্থিতি অনেকটাই সামাল দিয়েছে ।

Chandrakona Flood
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও বাঁধ পরিদর্শনে গেলেন না মন্ত্রী, হতাশ এলাকাবাসী

By

Published : Oct 3, 2021, 8:24 AM IST

চন্দ্রকোণা, 3 অক্টোবর : বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা ও নদী বাঁধ পরিদর্শনে শনিবার চন্দ্রকোনা 1 ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খামারব‍েড়া গ্রামে গিয়েছিলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র । স্থানীয় বিধায়ক অরূপ ধাড়া, চন্দ্রকোণা-1 ব্লকের বিডিও রথীন্দ্রনাথ আধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই-সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে খামারবেড়া গ্রামে শিলাবতী নদীর ভেঙে যাওয়া দুটি বাঁধ পরিদর্শন করেন তিনি ৷

স্থানীয়দের অভিযোগ, চন্দ্রকোণার খামারবেড়া গ্রামের দুটি নদী বাঁধ চলতি বছরের দ্বিতীয় বারের বন্যায় ভেঙে গিয়েছিল । একটি বাঁধ ব্লক প্রশাসনের তরফে মেরামত করা হলেও, গ্রামের মূল বাঁধটি ভেঙে যাওয়ার পর সেচ দফতরের তরফে তা বাঁধার কাজ শুরু করেও সম্পন্ন করা যায়নি । শেষ দুটি বন্যায় এই বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয় একাধিক গ্রাম, নষ্ট হয় বিঘার পর বিঘা জমি । এলাকাবাসীর ক্ষোভ, এই নদী বাঁধে প্রথমেই তৎপরতার সঙ্গে সেচ দফতর কাজ সম্পন্ন করলে পরের দুটি বন্যায় গ্রামে জল ঢুকে প্লাবিত হত না ৷ সেচ দফতরের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কাজে ঢিলেমির অভিযোগ তুলেছেন তাঁরা ।

আরও পড়ুন : Ghatal Flood : বন্যার জলে ভেসে গেল ছেলে, নিথর দেহ নিয়ে হাসপাতালে বাবা

জানা গিয়েছে, এদিন ওই এলাকায় গেলেও বৃষ্টির জন্য গ্রামের মূল বাঁধটি পরিদর্শন না করেই ফিরে যান সেচ মন্ত্রী । আর এতেই হতাশ এলাকাবাসী ৷ তাঁদের আক্ষেপ, গ্রামে বাঁধ পরিদর্শনে খোদ সেচ মন্ত্রী আসবেন শুনে তাঁরা সকাল থেকে অপেক্ষায় ছিলেন গ্রামের ভেঙে যাওয়া মূল বাঁধটি নিয়ে তাঁদের অভাব অভিযোগের কথা শোনানোর এবং মন্ত্রীর থেকে কিছু আশ্বাস পাওয়ার । ঠিকাদার সংস্থার কাজ নিয়ে মন্ত্রীর কাছে নালিশ করার জন্যও এলাকার বহু মানুষ হাজির হয়েছিলেন । কিন্তু সেচ মন্ত্রী আসল বাঁধটি পরিদর্শন না করে ফিরে যাওয়ায় হতাশ তাঁরা ।

যদিও ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, "বৃষ্টির কারণে বাঁধ পরিদর্শনে ব্যাঘাত হয়েছে । তবে সেচ মন্ত্রী সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে গিয়েছেন ।" এদিন বাঁধ পরিদর্শনের পর সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র বন্যা নিয়েও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন । বলেন," ডিভিসি বিভিন্ন জলাধার থেকে অনিয়মিত ভাবে জল ছাড়ছে । বারবার মুখ্যমন্ত্রী অনুরোধ করা সত্বেও তারা কর্নপাত করেনি । কিছু কিছু মানুষ এখন রাজনীতি করতে গিয়ে বলছেন জল ছাড়ার আগে রাজ্যকে জানানো হয় । 6 ঘণ্টা আগে দু'লক্ষ কিউসেকের উপর জল ছেড়ে দিয়ে তারপর জানালে সেই সময়ে মানুষকে উদ্ধার করা সম্ভব?" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ম্যান মেড' বন্যার তত্বকে সমর্থন করেও সেচ মন্ত্রী জানান, তাঁর দফতর তৎপরতার সঙ্গে পরিস্থিতি অনেকটাই সামাল দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details