পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Water Crisis: কল আছে জল নেই ! জল সংকটে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা - পশ্চিম মেদিনীপুরে জলের সমস্যা

একবছর আগে চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল (Water problem at chandrakona)। প্রতিটি ট্যাপ কলের সঙ্গে সংযোগের সঙ্গে মিটারেরও ব্যবস্থা করা হয়েছিল ৷ তবে এই ট্যাপ কলগুলি থেকে জল পড়ে না ৷ এমনকী ওই ওয়ার্ডে যে কটি পৌরসভার পানীয় জলের ট্যাপ রয়েছে সেগুলিতেও পর্যাপ্ত জল পড়ে না ৷

Paschim Medinipur Water Crisis
ETV Bharat

By

Published : Dec 16, 2022, 10:34 PM IST

'কল আছে জল নেই'

চন্দ্রকোনা, 16 ই ডিসেম্বর:অনেকটা আস্তাবল আছে অথচ ঘোড়া নেই ৷ আবার কল আছে অথচ জল নেই ৷ এক বছর আগে বাড়ি বাড়ি পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের সংযোগ দেওয়া হলেও তাতে গোড়া থেকেই জল পড়ে না (local people are suffering from water problems at chandrakona) । অপরদিকে পৌরসভার ট্যাপ-কলগুলিতেও পর্যাপ্ত জল না পড়ায় পানীয় জলের সমস্যায় এলাকার বাসিন্দা থেকে ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় । ফলে পৌরসভার পাঠানো জলের ট্যাংকই একমাত্র ভরসা চন্দ্রকোনা পৌরসভার 7নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের (drinking water problem)৷

জানা গিয়েছে, একবছর আগে চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে 7নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল । প্রতিটি ট্যাপ- কলের সংযোগের সঙ্গে মিটারেরও ব্যবস্থা করা হয়েছিল ৷ তবে এই ট্যাপ-কলগুলি থেকে জল পড়ে না ৷ এমনকী ওই ওয়ার্ডে যেকয়েকটি পৌরসভার পানীয় জলের ট্যাপ-কল রয়েছে সেগুলিতেও পর্যাপ্ত জল পড়ে না ৷ অভিযোগ 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। যার জেরে পানীয় জল পেতে চরম ভোগান্তির শিকার এলাকাবাসী । ভরসা পৌরসভার পাঠানো জলের ট্যাংক ৷ তবে এই ট্যাংকও সব জায়গায় পৌঁছয় না ৷ তাই কখনও কখনও অন্যত্র ছুটতে হয় জলের জন্য ৷ আবার কখনও পৌরসভার ট্যাপ-কল থেকে নাম মাত্র যে জল পড়ে তা সংগ্রহ করতে গিয়ে অশান্তির সৃষ্ট হয় স্থানীদের মধ্যে ৷ স্থানীয় কাউন্সিলর থেকে পৌরকর্তৃপক্ষ সকলকে বিষয়টি জানালেও কোনও সুরাহা হয়নি ৷ পানীয় জলের সরবরাহ না থাকায় জলকষ্টে পড়তে হয় ওয়ার্ডের বোনা প্রাথমিক বিদ্যালয়কেও।

আরও পড়ুন: বেহালায় পানীয় জলের খোঁজে পাতালে ! গরমের আগেই মিটবে সমস্যা, আশ্বাস কাউন্সিলরের

ওই স্কুলের প্রধান শিক্ষিকা বিউসী বাগ সানা বলেন, "স্কুলে জল সংগ্রহ করে রাখার জন্য ট্যাংক বসানো রয়েছে ৷ কিন্তু জলের ফোর্স না থাকায় সেই ট্যাংক ভর্তি হয় না । এদিকে বাইরে সরকারি ট্যাপ থেকে জল আনতে গেলেও সেখানে পর্যাপ্ত জল পড়ে না । এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বর্তমানে পৌরসভার তরফে স্কুলের সামনে একটি জলের ট্যাংক পাঠানো হয় ৷ সেখান থেকে মিড ডে মিলের রাঁধুনিরা বালতি করে জল সংগ্রহ করে নিয়ে আসেন তাতেই মিড ডে মিলের রান্না হয়। বিগত একবছর যাবত স্কুলের পাশাপাশি ওয়ার্ডেও এরকম পানীয় জলের সমস্যা চলছে ।"

পানীয় জলের সমস্যায় ভুগছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরও । বাড়ির সামনে পৌরসভার ট্যাপ থাকলেও তাতে পর্যাপ্ত জল পড়ে না ৷ ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা খাঁড়া বলেন, "পৌরসভার পাঠানো জলের ট্যাংক থেকেই জল সংগ্রহ করেন । জলের সমস্যা একটা রয়েছে ৷ সমস্যা মটাতে পৌরসভার তরফে ওয়ার্ডে জলের ট্যাংক সরবরাহ করা হচ্ছে । তবে ওয়ার্ডে নতুন করে একটি পানীয় জলের পাম্প হাউস বসানো হবে ৷ খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। নতুন পাম্প হাউস বসানো হয়ে গেলে জলের সমস্যা মিটে যাবে ৷"

এ বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, ওয়ার্ডে জলের সমস্যা নেই তবে একজায়গায় একটু সমস্যা রয়েছে সেখানে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details