চন্দ্রকোনা, 16 ই ডিসেম্বর:অনেকটা আস্তাবল আছে অথচ ঘোড়া নেই ৷ আবার কল আছে অথচ জল নেই ৷ এক বছর আগে বাড়ি বাড়ি পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের সংযোগ দেওয়া হলেও তাতে গোড়া থেকেই জল পড়ে না (local people are suffering from water problems at chandrakona) । অপরদিকে পৌরসভার ট্যাপ-কলগুলিতেও পর্যাপ্ত জল না পড়ায় পানীয় জলের সমস্যায় এলাকার বাসিন্দা থেকে ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় । ফলে পৌরসভার পাঠানো জলের ট্যাংকই একমাত্র ভরসা চন্দ্রকোনা পৌরসভার 7নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের (drinking water problem)৷
জানা গিয়েছে, একবছর আগে চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে 7নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল । প্রতিটি ট্যাপ- কলের সংযোগের সঙ্গে মিটারেরও ব্যবস্থা করা হয়েছিল ৷ তবে এই ট্যাপ-কলগুলি থেকে জল পড়ে না ৷ এমনকী ওই ওয়ার্ডে যেকয়েকটি পৌরসভার পানীয় জলের ট্যাপ-কল রয়েছে সেগুলিতেও পর্যাপ্ত জল পড়ে না ৷ অভিযোগ 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। যার জেরে পানীয় জল পেতে চরম ভোগান্তির শিকার এলাকাবাসী । ভরসা পৌরসভার পাঠানো জলের ট্যাংক ৷ তবে এই ট্যাংকও সব জায়গায় পৌঁছয় না ৷ তাই কখনও কখনও অন্যত্র ছুটতে হয় জলের জন্য ৷ আবার কখনও পৌরসভার ট্যাপ-কল থেকে নাম মাত্র যে জল পড়ে তা সংগ্রহ করতে গিয়ে অশান্তির সৃষ্ট হয় স্থানীদের মধ্যে ৷ স্থানীয় কাউন্সিলর থেকে পৌরকর্তৃপক্ষ সকলকে বিষয়টি জানালেও কোনও সুরাহা হয়নি ৷ পানীয় জলের সরবরাহ না থাকায় জলকষ্টে পড়তে হয় ওয়ার্ডের বোনা প্রাথমিক বিদ্যালয়কেও।
আরও পড়ুন: বেহালায় পানীয় জলের খোঁজে পাতালে ! গরমের আগেই মিটবে সমস্যা, আশ্বাস কাউন্সিলরের